পোলার্ডের ৫০০ ম্যাচ, ১০ হাজার রান

একটি কীর্তি গড়া হয়ে গেছে মাঠে নেমেই। আরেকটি কীর্তি ব্যাট হাতে কার্যকর ইনিংস খেলার পর। এক ম্যাচেই অসাধারণ দুটি মাইফলকে পা রেখেছেন কাইরন পোলার্ড। প্রথম ক্রিকেটার হিসেবে স্বাদ পেয়েছেন ৫০০ টি-টোয়েন্টি খেলার। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পা রেখেছেন ১০ হাজার টি-টোয়েন্টি রানের ঠিকানায়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2020, 05:14 PM
Updated : 4 March 2020, 05:14 PM

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার পাল্লেকেলেতে রেকর্ড বইয়ের এই দুটি পাতায় নাম লিখিয়েছেন পোলার্ড।

২০০৬ সালে নিজ দেশের স্ট্যানফোর্ড টি-টোয়েন্টির ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল পোলার্ডের। স্বীকৃত টি-টোয়েন্টিতে অর্ধসহস্রতম ম্যাচটি খেললেন লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে।

পোলার্ডের বেশ খানিকটা পেছনে থেকে দুইয়ে ডোয়াইন ব্রাভো। সম্প্রতি অবসর ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা অলরাউন্ডার এই ম্যাচ দিয়ে খেললেন ৪৫৪তম ম্যাচ। আরেক ক্যারিবিয়ান ক্রিস গেইল খেলেছেন ৪০৪ ম্যাচ।

৪০০ ম্যাচ খেলতে পারেননি আর কেউ। শোয়েব মালিক এখনও পর্যন্ত খেলেছেন ৩৮২ ম্যাচ, অবসরে যাওয়া ব্রেন্ডন ম্যাককালাম ৩৭০টি।

৫০০তম ম্যাচে পোলার্ড খেলেছেন ১৫ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস। ১০ হাজার টি-টোয়েন্টি রান করতে তার প্রয়োজন ছিল ঠিক ৩৪ রানই!

এখানে অবশ্য তার ওপরে আছেন একজন এবং তিনি প্রায় ধরাছোঁয়ার বাইরে। ১৩ হাজার ২৯৬ রান নিয়ে সবার ওপরে গেইল।

গেইল ও পোলার্ডের পেছনে এই তালিকায় আছেন ম্যাককালাম। ১০ হাজার থেকে ৭৮ রান দূরে শেষ হয়েছে কিউই ব্যাটসম্যানের ক্যারিয়ার।

৯ হাজার রান করেছেন আর মাত্র ২ ব্যাটসম্যান। মালিকের রান ৯ হাজার ৭৪৬, ডেভিড ওয়ার্নার করেছেন ৯ হাজার ২১৮।