‘মুশফিকের সেঞ্চুরি আমাদের সবার অর্জন’

মুশফিকুর রহিম যখন ক্যারিয়ার শুরু করেছিলেন, একটি জয় পেতেও হাপিত্যেশ করতে হতো বাংলাদেশ দলকে। সেই মুশফিকই এখন একশ ওয়ানডে জয়ের সাক্ষী!

ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2020, 04:56 PM
Updated : 4 March 2020, 04:56 PM

বাংলাদেশের বাস্তবতায় একে অনেক বড় কীর্তি বলছেন তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের মতে এই অর্জন দলের সবারই প্রাপ্তি।
 
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ রুদ্ধশ্বাস জয়ে ধরা দিয়েছে মুশফিকের এই মাইলফলক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে স্বাদ পেয়েছেন ওয়ানডে জয়ের সেঞ্চুরির।
 
১৫৮ রানের রেকর্ড গড়া ইনিংসে এই ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তামিম। ম্যাচের পরদিন তার কণ্ঠে ফুটে উঠল মুশফিকের অর্জন নিয়ে উচ্ছ্বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বিশেষ কিছু।
 
“আমাদের জন্য এসব অনেক বড় অর্জন। মুশফিকের জন্য তো বটেই, আমাদের সবার জন্যই বড় অর্জন। অন্য দেশের সঙ্গে তুলনা করলে হয়তো এসব কিছু না। তাদের ক্রিকেট ইতিহাস অনেক সমৃদ্ধ। সংস্কৃতি আছে। আমরা নিয়মিত ওয়ানডে খেলছি কেবল হয়তো ২০ বছর ধরে, নিয়মিত জিততে শুরু করেছি কয়েক বছর হলো।”
 
তামিমের মতে, এই অর্জন মুশফিকের গোটা ক্যারিয়ারের একটি প্রতিচ্ছবি।
 
“অনেক বছর খেলে, অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করে ক্যারিয়ার গড়ে এর পর একশ জয় পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই একশ জয়ের অনেকগুলোতেই ওর বড় অবদান ছিল।”