তৃতীয় ওয়ানডের দলে সৌম্য

বিয়ের ছুটি শেষ। সৌম্য সরকার ফিরছেন মাঠে। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের দ্বিতীয় দিন গেছেন নতুন ঠিকানায়। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছেন তরুণ বাঁহাতি এই ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2020, 01:10 PM
Updated : 4 March 2020, 01:10 PM

জিম্বাবুয়ের সবশেষ বাংলাদেশ সফরেও সিরিজের সবশেষ ওয়ানডের দলে ডাক পেয়েছিলেন সৌম্য। ছন্দে ফেরার লড়াইয়ে থাকা বাঁহাতি ব্যাটসম্যান পরে ঢুকে যান একাদশেও। দাপুটে ব্যাটিংয়ে করেন সেঞ্চুরি।
 
ছুটিতে না থাকলে দলে না থাকার কোনো কারণ ছিল না সৌম্যর। তার অনুপস্থিতিতে ডাক পাওয়া মোহাম্মদ নাঈম শেখ টিকে গেছেন দলে। প্রথম দুই ম্যাচে অবশ্য খেলার সুযোগ পাননি তরুণ এই বাঁহাতি ব্যাটসম্যান।
 
গত জুলাইয়ে শ্রীলঙ্কায় সবশেষ ওয়ানডে খেলেছিলেন সৌম্য। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে।
 
বিয়ের পর নতুন জীবন কেমন এখন ঠিক বুঝে উঠতে পারছেন না সৌম্য। তবে বুঝতে পারছেন দায়িত্ব বেশ বেড়ে গেছে।
 
“সবেই সব শেষ হলো। এখনও সময়ই পাইনি এগুলো চিন্তা করার। বিয়ের পরপরই মাঠে চলে এসেছি। বুঝতে পারছি এখন যখন ইচ্ছে মাঠে চলে আসতে পারব না। একটা দায়িত্ব আছে।”  
 
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার।