অস্ট্রেলিয়ার রিজার্ভ ডের অনুরোধে আইসিসির ‘না’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই সেমি-ফাইনাল ভেসে যেতে পারে বৃষ্টিতে। শেষ চার থেকে বিদায় নিতে পারে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই পরিস্থিতিতে রিজার্ভ ডে যোগ করার অনুরোধ জানিয়েছিল স্বাগতিকরা। আইসিসি জানিয়েছে, একবার প্লেয়িং কন্ডিশন করার পর আর এতে পরিবর্তন আনার সুযোগ নেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2020, 06:23 AM
Updated : 4 March 2020, 03:41 PM

বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত। একই দিন অন্যটিতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির জন্য খেলা না হলে ফাইনালে যাবে দুই গ্রুপ সেরা ভারত ও দক্ষিণ আফ্রিকা।

স্বাগতিক ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস রিজার্ভ ডে যোগ করার অনুরোধের কথা জানান।

এমনিতে টি-টোয়েন্টিতে ফল হতে দুই দলের সর্বনিম্ন ৫ ওভার করে প্রয়োজন হয় তবে সেমি-ফাইনালের ক্ষেত্রে সেটা বেড়ে হয় ১০ ওভার করে। অর্থাৎ একটি ম্যাচের ফল হতে অন্তত ২০ ওভার খেলার মতো অবস্থায় মাঠ থাকতে হবে।

দিনের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। পরের ম্যাচে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচে আবহাওয়ার একটু উন্নতির কথা বলা হয়েছে পূর্বাভাসে।

ভবিষ্যতে রিজার্ভ ডে চায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তবে এই দাবিও নাকচ করে দিয়েছে আইসিসি।