করোনাভাইরাস শঙ্কা নিয়ে পিসিবির সঙ্গে কথা বলবে বিসিবি

করোনাভাইরাস আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সব স্কুল। সেই খবর নাড়া দিয়েছে বিসিবিকেও। এই প্রদেশেরই রাজধানী করাচিতে আগামী মাসে টেস্ট ও ওয়ানডে খেলার কথা বাংলাদেশ দলের। সফর নিয়ে তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 04:19 PM
Updated : 3 March 2020, 04:19 PM

পাকিস্তানে তৃতীয় দফার সফরে আগামী ৩ এপ্রিল করাচিতে ওয়ানডে খেলার কথা বাংলাদেশ দলের। ৫ এপ্রিল থেকে একই শহরে টেস্ট।

কিন্তু করাচিতে করোনার খবরে বিচলিত বিসিবি। বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানালেন, সামান্য শঙ্কা থাকলেও কোনো ঝুঁকি নেবেন না তারা।

“ক্রিকেটারদের সুস্থতা ও নিরাপত্তা আমাদের কাছে সবকিছুর আগে। এখানে কোনো রকম ঝুঁকি নেওয়ার প্রশ্নই আসে না। আমরা অবশ্যই ওদের সঙ্গে কথা বলব। সত্যিকারের চিত্র জানার চেষ্টা করব। এখনও বেশ সময় আছে, কাজেই নিশ্চিত করে কিছু বলা কঠিন। তবে আমরা অবশ্যই কোনো ছাড় এখানে দেব না।”