দলে ফিরলেন দু প্লেসি, নতুন মুখ লিন্ডে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2020 03:31 PM BdST Updated: 02 Mar 2020 03:31 PM BdST
ঘরের মাঠে ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও আছেন বিশ্রামে। ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে খেলেননি ফাফ দু প্লেসি। ভারত সফর দিয়ে সাত মাস পর এই সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে দু প্লেসির সঙ্গে ফিরেছেন ব্যাটসম্যান রাসি ফন ডার ডাসেন। প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে। একই দলের বিপক্ষে গত অক্টোবরে টেস্ট অভিষেক হয়েছিল লিন্ডের। জায়গা ধরে রেখেছেন তরুণ কাইল ভেরেইন।
কুঁচকির চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার কাগিসো রাবাদা। সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরের দলে নেই লেগ স্পিনার তাবরাইজ শামসি। বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া ডানহাতি ব্যাটসম্যান ইয়ানেমান মালান।
আগামী ১২ মার্চ ধর্মশালায় হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন, ফাফ দু প্লেসি, কাইল ভেরেইন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, জন-জন স্মাটস, আন্দিলে ফেলুকওয়ায়ো, লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা, বিউরান হেনড্রিকস, আনরিক নরকিয়া, জর্জ লিন্ডে, কেশব মহারাজ।
-
বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে দেরি
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন