‘৫০-১০০ করতে পারি না, ডাবল সেঞ্চুরি কিভাবে করব!’

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি এখন আর খুব বিরল কিছু নয়। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান যদিও সেটির ধারে কাছে যেতে পারেননি এখনও। তবে স্বপ্ন থাকতে পারে অনেকেরই। লিটন দাসের কি আছে সেই স্বপ্ন? প্রশ্ন শুনে মুখে হাসি নিয়ে লিটনের সরল স্বীকারোক্তি, ফিফটিই যেখানে তার ব্যাটে নিয়মিত নয়, ডাবল সেঞ্চুরি তো বহুদূর!

ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2020, 04:30 PM
Updated : 1 March 2020, 04:30 PM

১২৬ রান করে মাঠ ছেড়ে যাওয়া একজনের ডাবল সেঞ্চুরির ভাবনা থাকা বাড়াবাড়িই। তবু হয়তো কারও কারও মনে সেই সম্ভাবনা উঁকি দিচ্ছিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লিটনের ব্যাটিংয়ের ধরনে।

পায়ে ক্র্যাম্প করায় লিটন মাঠ ছেড়ে গেছেন ৩৭তম ওভারে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন হলো, ডাবল সেঞ্চুরিতে চোখ ছিল কিনা তার। লিটনের ছোট্ট ও সোজা উত্তর, “এরকম কোনো চিন্তাই ছিল না।”

এই ম্যাচে মনে ভাবনা না আসুক, দুইশ করার স্বপ্ন তো থাকতেই পারে! কিন্তু লিটনের কণ্ঠে হাসির ছলে উঠে এলো নিজের ক্যারিয়ারের বাস্তবতা।

“স্বপ্ন দেখা তো ভালো। কিন্তু ভাই… সেঞ্চুরি করতে পারছি না, ডাবল সেঞ্চুরি কোত্থেকে করব? বাস্তবতায় থাকা উচিত। যে মানুষ আমি ৫০-৬০ করতে পারি না, ১০০ করতে পারি না, সে মানুষ কিভাবে ডাবল সেঞ্চুরি করব?”