‘সেই লিটন এখন আর নেই’

ব্যাটিংয়ে উন্নতির ছাপ স্পষ্ট। ধারাবাহিকতা আগের চেয়ে একটু হলেও বেড়েছে। পাল্টেছে ব্যাটিংয়ের ধরন। বদলেছে ব্যক্তিত্বও। বাইরে থেকে যা বোঝা যাচ্ছে, নিজের ভেতরের সেই পরিবর্তন অনুভব করছেন লিটন দাস। নিজেই বলছেন, আগের সেই তিনি এখন অন্যরকম!

ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2020, 04:15 PM
Updated : 1 March 2020, 04:21 PM

আগের আসরগুলির হতাশা পেছনে ফেলে এবার বিপিএলে দারুণ পারফরম্যান্স ছিল লিটনের। বিপিএল চলার সময়ই বলেছিলেন, আগের চেয়ে তিনি এখন অনেক পরিণত। সেই একই কথা তার কণ্ঠে উঠে এলো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের পর।

১০৫ বলে ১২৬ রানের ইনিংস খেলে এ দিন দলের জয়ের ভিত তৈরি করে দিয়েছেন। প্রতিপক্ষকে দেননি কোনো সুযোগ। ম্যাচের পর জানালেন, নিজের বদলে যাওয়া থেকেই সাফল্যের পথে হাঁটা।

“পরিবর্তন বলতে, বিপিএলের সময়ও বলেছি যে পরিণত বোধের লেভেল … ক্রিকেট খেলা দেখলে অনেক সময় বোঝা যায়। আপনারাও বুঝবেন, যে লিটন দুই বছর আগে ছিল, সেই লিটন এখন আর নেই। আউট হব, রান করব, এসব ক্রিকেটের স্বাভাবিক বিষয়। কিন্তু খেলার যে ধরন, সেটা মনে হয় পরিবর্তন হয়েছে। আমি যেটা বুঝতে পারছি।”