তামিমকে অশোভন ইঙ্গিত, আটক দর্শক

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে চলার সময় তামিম ইকবালের দিকে অশোভন ইঙ্গিত করায় আটক করা হয়েছে এক দর্শককে। রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘটেছে এই অপ্রীতিকর ঘটনা।

ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2020, 11:47 AM
Updated : 1 March 2020, 11:47 AM

এই স্টেডিয়ামে মাঠ থেকে গ্যালারি বেয়ে ড্রেসিং রুমে যাওয়ার সিঁড়ি দুই পাশে পর্দা দিয়ে ঢাকা। আউট হয়ে ফেরার সময় তাই দর্শকদের কাছে ঘেঁষার সুযোগ নেই। তবে তামিম আউট হয়ে ফেরার পর ড্রেসিং রুমে যখন বসে ছিলেন, তখন গ্র্যান্ড স্ট্যান্ড থেকে বাজে ইঙ্গিত করেন ওই দর্শক। তামিমও তখন প্রতিক্রিয়া দেখান বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে।

পরে ওই দর্শককে আটক করে বিসিবির নিরাপত্তা দল। বোর্ডে নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব.) হোসেন ইমাম জানিয়েছেন, যথাযথ প্রক্রিয়া মেনে ব্যবস্থা নেওয়া হবে ওই দর্শকের বিরুদ্ধে।

ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের রেকর্ড রান তুলেছে বাংলাদেশ। কিন্তু তামিম ভালো করতে পারেননি। উইকেটে অস্বস্তিময় উপস্থিতি শেষে আউট হয়েছেন ৪৩ বলে ২৪ রান করে।