জিম্বাবুয়ের খেলোয়াড় তালিকায় ব্যাটিং কোচও!

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড ১৫ জনের। তবে প্রথম ওয়ানডের জন্য দলের অফিসিয়াল খেলোয়াড় তালিকায় দেখা গেল ১৬ জনের দল! ষোড়শ সদস্য হিসেবে তালিকায় আছেন দলের ব্যাটিং কোচ স্টুয়ার্ট মাটসিকেনেরি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2020, 07:33 AM
Updated : 1 March 2020, 07:46 AM

১৫ জনের মূল স্কোয়াড থেকে ২ জন এই ম্যাচের বিবেচনাতেই নেই। মিরপুর টেস্টে দারুণ এক সেঞ্চুরি করা ক্রেইগ আরভিন নেই শ্বাস কষ্ট আর সর্দিজনিত কারণে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য টেস্টে না থাকা শন উইলিয়ামস এখনও এসে পৌঁছাননি। রোববারই তার যোগ দেওয়ার কথা দলের সঙ্গে।

একাদশের বাইরে অন্য যে দুইজন আছেন, দুইজনই বোলার। অফ স্পিনার আইনস্লে এনডিলোভু ও পেসার চার্লটন টিশুমা। জিম্বাবুয়ের দলের আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও জানা যায়নি। তবে অনুমান করা যেতে পারে, ‘কানকাশন সাব’ হিসেবে কোনো ব্যাটসম্যান প্রয়োজন হতে পারে ভেবেই মাটসিকেনেরিকে ষোড়শ সদস্য হিসেবে রাখা।

মাটসিকেনেরির বয়স কেবলই ৩৬। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশে খেলে গেছেন কয়েক দফায়। তবে ২০১৫ বিশ্বকাপের পর আর কোনো ধরনের ক্রিকেটেই কোনো ম্যাচ খেলেননি। এবার এসেছেন দলের ব্যাটিং কোচ হিসেবে।