স্পিন পরীক্ষার জন্য প্রস্তুত জিম্বাবুয়ে

উইকেটে সবুজ ঘাস থাকলেও টেস্টে শেষ পর্যন্ত বাংলাদেশের স্পিনাররাই দাপট দেখিয়েছিলেন। আগেই আভাস মিলেছে, সিলেটে মিলতে পারে ন্যাড়া উইকেট। এখানে স্পিনাররা হতে পারেন সবচেয়ে বড় হুমকি। জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা জানালেন, এই ধরনের পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে এসেছেন তারা।   

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2020, 02:08 PM
Updated : 29 Feb 2020, 02:08 PM

মিরপুরে হওয়া একমাত্র টেস্টে নাঈম হাসানের অফ স্পিনে মুখ থুবড়ে পড়েছিল জিম্বাবুয়ে। সিলেটে রোববার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা হতে পারেন জিম্বাবুয়ের জন্য ভীতির কারণ, মনে করছেন চিবাবা।

তিন সংস্করণ মিলিয়ে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ এর বেশি উইকেট নিয়েছেন বাংলাদেশের নয় স্পিনার। সাকিব আল হাসান ৩৬ ম্যাচে ১৮.১৫ গড়ে নিয়েছেন ৭৮ উইকেট। আব্দুর রাজ্জাক রাজ্জাক ১৬ ম্যাচে কেবল ১১.৭০ গড়ে নিয়েছেন ৪৪ উইকেট।

৭ ম্যাচে বিশের একটু বেশি গড়ে ৪৬ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ৪ ম্যাচে ১৮.৮৬ গড়ে মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ১৫ উইকেট। বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত ৪১ ওয়ানডে খেলেছে জিম্বাবুয়ে। এর বেশির ভাগ ম্যাচেই দেখা গেছে স্পিনারদের দাপট।

বারবার বাংলাদেশের স্পিনারদের মুখোমুখি হওয়ার সুফলও দেখছেন জিম্বাবুয়ে অধিনায়ক। স্পিনের বিপক্ষে নিজেদের আগের চেয়ে শক্তিশালী ভাবছেন চিবাবা।

“আমরা কথা বলেছি যে, বাংলাদেশ দল থেকে কী প্রত্যাশা করতে পারি সেটা নিয়ে। এটা স্পষ্ট, যখনই আমরা এখানে এসেছি প্রচুর স্পিনের মুখোমুখি হয়েছি। বাংলাদেশের স্পিন মোকাবেলা করতে অনেক কাজ করেছি। আমরা নিজেদের দক্ষতার উন্নতিও করছি।”