জয়ে ফিরতে ভালো শুরু চাইলেন অধিনায়ক

বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কা সফর। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। অবশেষে আবার ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ দল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সতীর্থদের তাগিদ দিলেন শুরু থেকেই সবকিছু ঠিকঠাক করার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2020, 02:03 PM
Updated : 29 Feb 2020, 02:25 PM

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে দেশে ফিরে গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ হারে সব ম্যাচেই।

৭ মাস পর আবার এই সংস্করণে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে রোববার শুরু হবে তিন ম্যাচের সিরিজ। চোটের কারণে শ্রীলঙ্কা সফরে যেতে না পারা মাশরাফি ফিরছেন জিম্বাবুয়ের বিপক্ষে।

ম্যাচের আগের দিন অধিনায়ক জানালেন যত দ্রুত সম্ভব মানসিকভাবে নিজেদের গুছিয়ে নিতে চান তারা।

“এই সংস্করণে অনেকদিন পর নামছি। এটা একটা ব্যাপার। প্রথম ম্যাচে সবারই মানসিকভাবে কাজ করতে হবে সব কিছু সেট করার জন্য। আমরা যদি প্রথম থেকে জিনিসগুলো ঠিকমতো করতে থাকি, আশা করি, ম্যাচ চলতে চলতে জিনিসগুলো চলে আসবে। শুরুটা খুবই গুরুত্বপূর্ণ- ব্যাটিং, বোলিং যেটাই করি।”

শ্রীলঙ্কা সফরের দল থেকে এবারের স্কোয়াডে রয়েছে সাতটি পরিবর্তন। প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেয়েছেন দুই তরুণ আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ। এতো পরিবর্তনের পরও সিরিজটা ভালোভাবে শুরু করতে পারবেন বলে আশাবাদী অধিনায়ক।

“দলের পরিবেশ খুব ভালো আছে। তরুণ কিছু খেলোয়াড় এসেছে। কোচিং স্টাফও প্রায় নতুন। কিছুদিন কাজ করেছে। তরুণ যারা এসেছে তারাও উন্মুখ হয়ে আছে সুযোগ পেলে ভালো করার জন্য। সবাই ঠিক আছে, সুস্থ আছে।”

“আর দলের কোথাও খারাপ নেই। বিশেষ করে টেস্ট ম্যাচ জিতে আসার পর কিছুটা হলেও জয়ের ফ্লেভারটা দলের সাথে আছে। আশা করি, ঠিকঠাক থাকলে কালকে ভালোভাবে শুরু করতে পারব।”