শেষ ম্যাচ থেকেও প্রাপ্তির অনেক কিছু দেখছেন বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে চোট পান রাবাদা। তিন ম্যাচেই খেলা এই পেসার ১১ ওভার বোলিং করে ১১৪ রান দিয়ে নেন কেবল দুই উইকেট।
চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে রাবাদাকে। কুঁচকিতে এটাই রাবাদার প্রথম বড় ধরনের চোট। পিঠের সমস্যা ক্যারিয়ার জুড়ে ভোগাচ্ছে তাকে। ২০১৮ সালে অবসাদজনিত চোটের জন্য খেলতে পারেননি আইপিএলে। গত আসরে চোটের জন্য আগেভাগেই দেশে ফিরতে হয় তাকে।
রাবাদার বদলি হিসেবে কারো নাম এখনও ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা। আগামী শনিবার পার্লে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতের বিপক্ষে সিরিজ শুরু হবে ১২ মার্চ।