নিষেধাজ্ঞা থেকে শাহজাদের 'মুক্তি'

শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হওয়া মোহাম্মদ শাহজাদের খেলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগান এই ওপেনারের ক্ষমার আবেদন মঞ্জুর করেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2020, 10:30 AM
Updated : 29 Feb 2020, 07:53 AM

টুইটের মাধ্যমে শাহজাদের শাস্তি কমানোর ব্যাপারটি জানিয়েছে আফগান বোর্ড। এখন থেকে দেশের হয়ে খেলা চালিয়ে যেতে পারলেও কেন্দ্রীয় চুক্তির ওপর নিষেধাজ্ঞা থাকছেই শাহজাদের। আগামী অগাস্ট পর্যন্ত এটি বহাল থাকবে।

গত বছরের অগাস্টে শাহজাদকে নিষিদ্ধ করেছিল এসিবি। দেশের বাইরে ভ্রমণের জন্য আফগান ক্রিকেটারদের বোর্ডের অনুমতি নিতে হয়, যা শাহজাদ নেননি বলে সে সময় জানিয়েছিল এসিবি।

২০১৯ বিশ্বকাপ চলার সময়ের শৃঙ্খলাজনিত বিষয়ে কথা বলতে শৃঙ্খলা কমিটির সামনে শাহজাদকে হাজির হতে বলেছিল এসিবি। তাতেও সাড়া দেননি ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।