চার দিনের টেস্টের বিপক্ষে কুম্বলে

বেশ কিছুদিন ধরে টেস্ট ম্যাচ এক দিন কমিয়ে চার দিনে করার চেষ্টা করছে আইসিসি। ক্রিকেটবোদ্ধা, সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বেশিরভাগই এই পরিকল্পনার বিপক্ষে। আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলেও যোগ দিলেন তাদের সঙ্গে। ভারতের সাবেক অধিনায়কের মতে, চার দিনের ম্যাচ হলে সেটা টেস্ট নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2020, 10:14 AM
Updated : 28 Feb 2020, 10:14 AM

টেস্ট ক্রিকেটে রোমাঞ্চ আনতে ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য সময় বাড়াতে চার দিনের টেস্টের পরিকল্পনা করছে আইসিসি। আগামী ২০২৩ থেকে ২০৩১ সালের চক্রে এটি বাধ্যতামূলক করতে চায় তারা।

চার দিনের টেস্টের পক্ষে নন ভারতের বিরাট কোহলি, বাংলাদেশের মুশফিকুর রহিম, অস্ট্রেলিয়ার নাথান লায়ন, দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসির মতো ক্রিকেটাররা।

সাবেক লেগ স্পিনার কুম্বলেও মনে করেন, টেস্ট ক্রিকেট মানেই পাঁচ দিনের ম্যাচ। 

“আমার যে ভাবনা, আমি মনে করি ক্রিকেটাররা ইতোমধ্যে তা দিয়ে দিয়েছে। আমি বলতে চাইছি, তারা চার দিনের টেস্ট চায় না।”

“এটা টেস্ট কারণ এটা পাঁচ দিনের। যদি চার দিনের হতো তাহলে এটা টেস্ট হতো না। আমি এই বিষয়ে পরিষ্কার।”

২০১৭ সালে প্রথম চার দিনের টেস্ট মাঠে গড়ায়। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের টেস্ট খেলে ইংল্যান্ড।