আল আমিনের শাস্তি

বিসিএলের ফাইনালে প্রতিপক্ষ ব্যাটসম্যানের উদ্দেশে বাজে ভাষা ব্যবহারের জন্য শাস্তি পেয়েছেন আল আমিন হোসেন। দক্ষিণাঞ্চলের এই পেসারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 08:55 AM
Updated : 26 Feb 2020, 02:23 PM

ঘটনাটা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে। পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে মোহাম্মদ আশরাফুলকে আউট করার পর ওই কাণ্ড ঘটান আল আমিন।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার শাস্তির কথা জানায়। আল আমিন আচরণ বিধির যে ধারা ভেঙেছেন তাতে সর্বনিম্ন শাস্তি তিরস্কার, সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা।

ফাইনালে পূর্বাঞ্চলকে ১০৫ রানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির প্রতিযোগিতা বিসিএলের শিরোপা জেতে দক্ষিণাঞ্চল। ম্যাচে আল আমিন উইকেট পান ওই একটিই।