মিরাজ-নাঈমের লড়াইয়ে দলের লাভ দেখছেন অধিনায়ক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2020 05:59 PM BdST Updated: 25 Feb 2020 06:00 PM BdST
নাঈম হাসানের পারফরম্যান্সকে অনেকে দেখছেন মেহেদী হাসান মিরাজের জন্য জেগে ওঠার বার্তা হিসেবে। মুমিনুল হক সরাসরি সেটি বলছেন না। তবে অধিনায়ক হিসেবে দারুণ উপভোগ করছেন দুই তরুণ অফ স্পিনারের লড়াই। পরস্পরকে ছাপিয়ে যাওয়ার এই প্রতিযোগিতায় চূড়ান্ত লাভ যে দলেরই!
সময়টা দারুণ কাটছে নাঈমের। মিরপুর টেস্টের আগে পূর্বাঞ্চলের হয়ে বিসিএলের দুই ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। এরপর টেস্টে ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে নিলেন ম্যাচে ৯ উইকেট।
নতুন-পুরোনো দুই বলেই দারুণ কার্যকর ছিলেন নাঈম। প্রথম ইনিংসে একটুর জন্য পাননি পাঁচ উইকেট, ম্যাচে অল্পের জন্য হাতছাড়া হয়েছে ১০ উইকেট। ১৫২ রানে শিকার ৯টি।
টেস্টে বাংলাদেশের সেরা দুটি বোলিংয়ের রেকর্ডই আরেক অফ স্পিনার মিরাজের। ২০১৬ সালে অভিষেক সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৯ রানে নিয়েছিলেন ১২ উইকেট। দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ রানে নেন ১২ উইকেট। সেবার প্রথম কোনো ম্যাচ ইনিংস ব্যবধানে জেতে বাংলাদেশ।
দেশের মাটিতে মিরাজের রেকর্ড দারুণ। ১১ টেস্টে ২১.৪৪ গড়ে নিয়েছেন ৬১ উইকেট। পাঁচ উইকেট ছয়বার, ১০ উইকেট দুইবার। এমন একজনকে বাইরে রেখে নাঈমকে খেলানো সহজ সিদ্ধান্ত ছিল না। মুমিনুল মনে করেন, এই রকম প্রতিযোগিতা দলের জন্য ইতিবাচক।

গত বছর টেস্টে বল হাতে সময়টা ভালো কাটেনি মিরাজের। তবে ফর্মের কারণে নাঈমকে সুযোগ দিতেই মিরাজকে বাইরে রাখা, দাবি মুমিনুলের।
“নাঈম কিন্তু অনেকদিন থেকেই লাইন আপে ছিল এবং ভালো বোলিং করছে। এর মানে যে মিরাজ খারাপ বোলিং করছে, এমনটা নয়। নাঈমকে একটু সুযোগ দেওয়া হয়েছে। এটাই আমার কাছে মনে হয়।”
প্রথম ইনিংসে ৭০ রানে ৪ উইকেট নেন নাঈম। দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৫টি। ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার ইনিংসে পেলেন পাঁচ উইকেট। ৫ টেস্টের ক্যারিয়ারেই উজ্জ্বল সম্ভাবনার ছাপ রেখেছেন যথেষ্ট।
তবে ১৯ বছর বয়সী ক্রিকেটারকে এখনই স্তুতিতে ভাসিয়ে না দেওয়ার অনুরোধ জানালেন অধিনায়ক।
“দেখুন নাঈম মাত্র ক্যারিয়ার শুরু করল। আমি এটা নিয়ে খুব বেশি বলতে চাই না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা এই অনুরোধ রাখলে ভালো হবে।”
“নাঈম অনেক ভালো বোলিং করেছে। আশা করি আরও ভালো করবে। ওর অনেক কিছু করার বাকি আছে। ধীর ধীরে সে উন্নতি করবে, আরও করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুতে বোঝা যায় না। আমার কাছে মনে হয়, ওকে আরও উন্নতি করতে হবে।”
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’