মুশফিকের আরেকটি ডাবল সেঞ্চুরি

বাঁহাতি স্পিনার আইন্সলে এনডিলোভুকে কাট করে বাউন্ডারিতে পাঠালেন মুশফিকুর রহিম। বল দড়ি ছোঁয়ার আগেই ছাড়লেন হুংকার। ১৯৮ থেকে স্পর্শ করলেন ডাবল সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে পরপর দুই টেস্টে এই মাইলফলক ছুঁলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 10:47 AM
Updated : 24 Feb 2020, 11:45 AM

মিরপুর টেস্টের তৃতীয় দিনে সোমবার শেষ সেশনে ৩১৫ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। এর একটু পরই ৬ উইকেটে ৫৬০ রানে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।    

টেস্টে মুশফিকের ডাবল সেঞ্চুরি হলো তিনটি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ডাবল সেঞ্চুরি আছে আর শুধু সাকিব আল হাসান ও তামিম ইকবালের। দুজনেরই একটি করে।

বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে এটিই মুশফিকের প্রথম ডাবল। আগের দুটি করেছিলেন কিপার-ব্যাটসম্যান হিসেবে খেলে।

জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সবশেষ টেস্টে এই মিরপুরেই ২০১৮ সালের নভেম্বরে মুশফিক করেছিলেন ক্যারিয়ার সেরা ২১৯। এরপর মাঝের ১০ ইনিংসে আর তিন অঙ্কের দেখা পাননি তিনি। এবার শুধু সেঞ্চুরিই করলেন না, সেটিকে রূপ দিলেন ডাবলে। 

এই ইনিংসের পথে তামিমকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিকও হয়ে গেছেন মুশফিক। ১১৫ ইনিংসে তামিমের রান চার হাজার ৪০৫। ১৩০ ইনিংসে মুশফিকের রান এখন চার হাজার ৪১৩।