দুই সতীর্থের চোটে দ. আফ্রিকা দলে হেনড্রিকস

হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন টেম্বা বাভুমা। হাইনরিখ ক্লাসেন চোট পেয়েছেন নিতম্বে। এই দুই জনের ‘কাভার’ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টির জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন রিজা হেনড্রিকস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 10:45 AM
Updated : 23 Feb 2020, 10:45 AM

পোর্ট এলিজাবেথ ও কেপ টাউনে সিরিজের পরের দুটি ম্যাচ হবে রোববার ও বুধবার। শুক্রবার জোহানেসবার্গে প্রথম ম্যাচে ১০৭ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ডানহাতি ব্যাটসম্যান বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে অনুশীলনে ডান নিতম্বে চোট পান ক্লাসেন, খেলতে পারেননি প্রথম ম্যাচ।

বাভুমার অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন হেনড্রিকস। ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান বাভুমা ফিরলে বাদ পড়েন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে।

দুই সতীর্থের চোট ২১ ওয়ানডে ও ২২ টি-টোয়েন্টি খেলা হেনড্রিকসকে আবারও সুযোগ করে দিল।

টি-টোয়েন্টির দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক (কিপার, অধিনায়ক), টেম্বা বাভুমা, ফাফ দু প্লেসি, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, পিট ফন বিলিয়োন, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিলে ফেলুকওয়ায়ো, জন-জন স্মাটস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিডি, বিয়ন ফোরটান, আনরিক নরকিয়া, ডেল স্টেইন, হাইনরিখ ক্লাসেন, রিজা হেনড্রিকস।