সাত মাস পর দলে ফিরলেন রাসেল

হাঁটুর চোটে ছিটকে পড়েছিলেন ইংল্যান্ড বিশ্বকাপের মাঝপথে। এরপর আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি। প্রায় সাত মাস পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2020, 04:03 PM
Updated : 22 Feb 2020, 04:06 PM

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আরও ফিরেছেন শিমরন হেটমায়ার ও ওশেন টমাস।

শনিবার লঙ্কানদের বিপক্ষে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৪ ও ৬ মার্চ হবে ম্যাচ দুটি।

বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে না খেললেও রাসেল মাঠে ফিরেছিলেন গত ডিসেম্বরে; বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে। তার নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তোলে রাজশাহী রয়্যালস। রাসেল হয়েছিলেন টুর্নামেন্ট সেরা।

গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন পেসার টমাস। তবে চোট গুরুতর ছিল না। পুরোপুরি সেরে ওঠায় তাকে দলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।

ফিটনেস টেস্টে উতরাতে না পারায় শ্রীলঙ্কা সফরে চলমান ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি বাঁহাতি ব্যাটসম্যান হেটমায়ার। সেই পরীক্ষায় পাশ করে টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডঃ কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, শেই হোপ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমেন্স, ওশেন টমাস, হেইডন ওয়ালশ জুনিয়র, কেসরিক উইলিয়ামস।