দক্ষিণ আফ্রিকাকে জরিমানা

অস্ট্রেলিয়ার বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায় দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুণতে হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2020, 03:09 PM
Updated : 22 Feb 2020, 03:09 PM

আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়। জোহানেসবার্গে শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ে এক ওভার কম করে দক্ষিণ আফ্রিকা।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় হারের স্বাদ পায় স্বাগতিকরা; ১০৭ রানে জিতে অস্ট্রেলিয়া।

ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট মন্থর ওভার রেটের অভিযোগ আনলে তা মেনে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।