দুই পেসার, দুই স্পিনারের বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2020 07:01 PM BdST Updated: 21 Feb 2020 08:58 PM BdST
দেশের মাটিতে সবশেষ দুই টেস্টের একাদশে বিশেষজ্ঞ পেসার ছিল না একজনও। তার আগের টেস্টে ছিল মোটে একজন! ঘরের মাঠের টেস্টে দুই পেসার এখন বাংলাদেশের একাদশে এরকমই বিরল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেই ধারা থেকে বেরিয়ে আসছে দল। কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, একাদশে দুই স্পিনারের সঙ্গে থাকছে দুই পেসার।
পেসার ছাড়া খেলতে নেমে সবশেষ দুই টেস্টে দুইরকম অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। আফগানিস্তানের কাছে চট্টগ্রামে বাজেভাবে হেরেছিল দল। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে জয় এসেছিল ইনিংস ব্যবধানে।
স্পিনে অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও পেসারবিহীন বা এক পেসারের একাদশ দেখা গেলে বিস্ময়কর হতো না মোটেও। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানালেন তার ভাবনা।
“আমরা সম্ভবত দুই জন পেসার নিয়ে নামছি। স্রেফ একজন সিমার নিয়ে মাঠে নামলে দলের খুব উপকার হয় বলে মনে হয় না। তিন জন পেসার খেলাতে পারলে সেটি হতো সবচেয়ে উপযুক্ত, যদি এমন কেউ থাকত যে সাত নম্বরে ব্যাট করতে পারে। দুর্ভাগ্যজনকভাবে, আমাদের এখন তেমন কেউ নেই।”
“আমরা যদি তিন পেসার নিয়ে নামি, তাহলে ব্যাটিং একটু হালকা হয়ে যায়, কারণ দুইজন স্পিনার নিয়েও খেলতে হবে আমাদের। যতদিন না সাইফ উদ্দিন ফিট হচ্ছে বা এমন কাউকে পাচ্ছি যে সাতে ব্যাট করতে পারে এবং ১০-১৫ ওভার পেস বোলিং করতে পারে, আমাদের সম্ভবত দুই পেসার নিয়ে নামতে হবে।”
ডমিঙ্গোর কথা থেকে বাংলাদেশের একাদশও অনেকটা নিশ্চিত। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে সাইফ হাসানের থাকা নিয়ে সংশয় খুব একটা নেই। এরপর নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডি টেস্টে ফিফটি করে মোহাম্মদ মিঠুনের টিকে যাওয়ারই কথা। সাতে কিপার-ব্যাটসম্যান লিটন দাস।
স্পিনে তাইজুল ইসলামের সঙ্গে জুটি বাঁধতে এগিয়ে থাকবেন অফ স্পিনার নাঈম হাসান। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকে থাকতে হবে বাইরে। পেস বোলিংয়ে আবু জায়েদ চৌধুরির সঙ্গে দেখা যাবে ইবাদত হোসেন কিংবা তাসকিন আহমেদের একজনকে।
-
চান্দিমালকে ফিরিয়ে জুটি ভাঙলেন ইবাদত
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার