অবশেষে বিদায় বলে দিলেন ওঝা

ছয় বছরের বেশি সময় ধরে ছিলেন না জাতীয় দলে। গত এক বছরে খেলেননি ঘরোয়া কোনো ম্যাচও। মাঠের বাইরে থেকেই ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিলেন ভারতের বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2020, 09:37 AM
Updated : 21 Feb 2020, 09:37 AM

শুক্রবার এক দীর্ঘ টুইট বার্তায় সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওঝা।

২০০৮ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ওঝার। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে একই দলের বিপক্ষে অভিষেক হয় সংক্ষিপ্ত এই সংস্করণে। সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। কোনো ফরম্যাটেই অবশ্য বেশি খেলতে পারেননি তিনি; ১৮টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলেন বাঁহাতি এই স্পিনার। ২০১০ সালে শেষ টি-টোয়েন্টি ও ২০১২ সালে শেষ ওয়ানডে খেলেন ওঝা। সাদা বলের ক্রিকেটে তার উইকেট মোট ৩১টি।

টেস্টে ওঝার ক্যারিয়ার ছিল তুলনামূলক দীর্ঘ। ২০০৯ সালে অভিষেকের পর খেলেন ২০১৩ সাল পর্যন্ত। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের টেস্ট ক্যারিয়ার শেষ হয়েছে ২৪ টেস্টে ১১৩ উইকেট নিয়ে।

ওঝার আইপিএল ক্যারিয়ারের শুরুটা ছিল স্বপ্নের মত। ২০০৯ সালে শিরোপা জেতা ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন তিনি। এরপর খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২০১০ আসরে পেয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার পার্পেল ক্যাপ।