গত বছরের মার্চে সবশেষ ওয়ানডে খেলা কিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা ফিরেছেন দলে। অবশ্য তিনিও নিজেকে সরিয়ে নিয়েছিলেন পাকিস্তান সফর থেকে। নাম সরিয়ে নেওয়া কুসল পেরেরা, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
পিঠের চোটে ছিটকে পড়েছেন দানুশকা গুনাথিলাকা, দলে এসেছেন শেহান জয়াসুরিয়া। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়া লাহিরু থিরিমান্নে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন।
জ্বরের কারণে সিরিজের প্রথম ম্যাচ নাও খেলতে পারেন কিপার-ব্যাটসম্যান ডিকভেলা। তার অনুপস্থিতিতে উইকেটের পেছনে দাঁড়াবেন কুসল পেরেরা।
আগামী শনিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ২৬ ফেব্রুয়ারি ও ১ মার্চ। ৪ ও ৬ মার্চ দুটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।
শ্রীলঙ্কা ওয়ানডে দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, কুসল পেরেরা, শেহান জয়াসুরিয়া, নিরোশান ডিকভেলা, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, লাকশান সান্দাক্যান, ইসুরু উদানা, নুয়ান প্রদিপ ও লাহিরু কুমারা।