হেনরির কপাল খুলে দিলেন ওয়েগনার

সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ডের পেসার নিল ওয়েগনার। তাতে কপাল খুলেছে ম্যাট হেনরির; ভারতের বিপক্ষে টেস্ট দলে ওয়েগনারের ‘কাভার’ হিসেবে ডাক পেয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 09:39 AM
Updated : 19 Feb 2020, 11:24 AM

বুধবার দলের সঙ্গে যোগ দিবেন হেনরি। ডানহাতি এই পেসার শেষ টেস্ট খেলেছেন গত মাসে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া তরুণ পেসার কাইল জেমিসনের পারফরম্যান্স নজর কাড়ে নির্বাচকদের। ফলে হেনরিকে বসিয়ে প্রথমবারের মত টেস্ট দলে ডাকা হয় জেমিসনকে। অবশ্য কোচ গ্যারি স্টেড জানান, সিদ্ধান্তটা কঠিন ছিল তাদের জন্য।

এখন পর্যন্ত ১২ টেস্ট খেলেছেন ২৮ বছর বয়সী হেনরি। ৫০ এর ওপরে গড়ে নিয়েছেন ৩০ উইকেট।

ভারতের বিপক্ষে খেলেছেন দুটি টেস্ট, দুটোই ২০১৬ সালে। ইংল্যান্ড বিশ্বকাপের সেমি-ফাইনালে বিরাট কোহলিদের বিপক্ষে ৩৭ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে রেখেছিলেন অবদান। তার বোলিং দিয়ে আবারও ভারতকে ভোগাতে চায় স্বাগতিকরা।

শুক্রবার ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৯ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চে।

নিউ জিল্যান্ড টেস্ট দল:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, টম ব্লান্ডেল, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, এজাজ প্যাটেল, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি।