চোটে ছিটকে গেলেন বাভুমা

অস্ট্রেলিয়ার বিপক্ষে হতে যাওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান টেম্বা বাভুমা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 01:05 PM
Updated : 18 Feb 2020, 01:05 PM

ইংল্যান্ডের বিপক্ষে গত রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ব্যাটসম্যান। ম্যাচটি ৫ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড।

জোহাসেনবার্গে আগামী শুক্রবার হবে প্রথম টি-টোয়েন্টি। দুই দিন পর পোর্ট এলিজাবেথে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ২৬ ফেব্রুয়ারি কেপ টাউনে হবে শেষ ম্যাচ।

বাভুমার সেরে উঠতে সাত থেকে ১০ দিন সময় লাগবে। তবে এসময় দলের সঙ্গে মেডিকেল স্টাফদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। প্রত্যাশা অনুযায়ী সেরে উঠলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

দেশের হয়ে পাঁচ টি-টোয়েন্টিতে ৪৯.৭৫ গড়ে ১৯৯ রান করা বাভুমার বিকল্প হিসেবে কাউকে দলে নেয়নি দক্ষিণ আফ্রিকা।

ওপেনিংয়ে কুইন্টন ডি ককের সঙ্গী হতে পারেন দলে ফেরা ফাফ দু প্লেসি।

টি-টোয়েন্টির পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দল দুটি।