ইয়াসিরের জোড়া সেঞ্চুরিতে ফাইনালে পূর্বাঞ্চল

প্রথমবারের মত বাংলাদেশ টেস্ট দলে ডাক পাওয়ার উপলক্ষটা দারুণভাবে রাঙালেন ইয়াসির আলি। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাতছাড়া করার আক্ষেপ মেটালেন ম্যাচে জোড়া সেঞ্চুরি করে। তার ব্যাটেই উত্তরাঞ্চলকে হারিয়ে বিসিএলের ফাইনালে উঠেছে পূর্বাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 12:15 PM
Updated : 17 Feb 2020, 12:15 PM

তৃতীয় রাউন্ডের ম্যাচের শেষ দিনে সোমবার ৮ উইকেটে জিতেছে পূর্বাঞ্চল। ফাইনালে তাদের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। একই দিন মধ্যাঞ্চলের সঙ্গে নাটকীয় ড্রয়ে শিরোপা লড়াইয়ে পা রাখে তারা।

এর আগে তিনবার ফাইনালে খেললেও কখনও শিরোপার স্বাদ পায়নি পূর্বাঞ্চল। গতবার তাদের হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলেছিল দক্ষিণাঞ্চল।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ১৪৫ রানে দিন শুরু করা উত্তরাঞ্চল গুটিয়ে যায় ২৫৯ রানে। প্রথম ইনিংসে ৮ উইকেট নেওয়া নাঈম হাসান এবার নেন ১০১ রানে ৫টি।

উত্তরাঞ্চলের ইনিংস শেষ হওয়ায় একটু আগেভাগেই দেওয়া হয় চা পানের বিরতি। শেষ সেশনে ২১১ রানের লক্ষ্য পায় পূর্বাঞ্চল।

ড্র করলেই ফাইনাল নিশ্চিত হত ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটির। কিন্তু সেই পথে হাঁটেনি তারা। ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে দ্বিতীয় জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করে দলটি।

ঝড়ো ব্যাটিংয়ে পথ দেখান ইয়াসির। প্রথম ইনিংসে ২৩ বছর বয়সী এই ডানহাতি ক্যারিয়ার সেরা ১৬৫ রান করেছিলেন চারে নেমে। এবার তিনে নেমে খেললেন ৮৮ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১১০ রানের ইনিংস।

প্রথম শ্রেণির ক্রিকেটে এ নিয়ে তার সেঞ্চুরি হলো আটটি। জোড়া সেঞ্চুরি প্রথম।

লক্ষ্য তাড়ায় শুরুটা অবশ্য ভালো হয়নি পূর্বাঞ্চলের, ১৮ রানে ফিরে যান পিনাক ঘোষ। এরপর মোহাম্মাদ আশরাফুলকে নিয়ে ২৬ ওভারে ১৬০ রানের জুটি গড়েন ইয়াসির। তিনি ফেরার পর ইমরুলকে নিয়ে বাকি কাজ সারেন আশরাফুল।

আশরাফুল অপরাজিত থাকেন ৮৬ বলে ৪টি চারে ৭০ রান করে। ১৬ বলে ১ ছক্কায় ১৭ রান করেন ইমরুল।

নিয়মিত বোলাররা মার খাওয়ার পর তিন ওভার বোলিং করেন মুশফিকুর রহিম। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা মোহাম্মদ সাইফ উদ্দিন দ্বিতীয় ইনিংসেও কোনো উইকেট পাননি।

আগামী শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৮২.৪ ওভারে ২৭২

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১১৬.৩ ওভারে ৩৩১

উত্তরাঞ্চল ২য় ইনিংস: (আগের দিন ৬৭ ওভারে ১৪৫/৫) ১২০.৩ ওভারে ২৬৯ (রনি ৫, জুনায়েদ ৩৬, তানবীর ১৪, নাঈম ইসলাম ৩৫, মুশফিক ৩৮, আরিফুল ৯, মাহিদুল ৪৪, সাইফ উদ্দিন ৪,সানজামুল ২৪, সঞ্জিত ৩৬*, সালাউদ্দিন ১৩; হাসান মাহমুদ ২১-৪-৫৭-১, নাঈম হাসান ৫২-১৫-১০১-৫, সাকলাইন ৩২-১০-৫৮-২, আফিফ ৪-১-১০-০, আশরাফুল ৬-২-২০-০, রাহাতুল ৩.৩-০-৬-১, নাসির ২-০-৮-০)।

পূর্বাঞ্চল ২য় ইনিংস: ৩৪.৫ ওভারে ২১১/২ (পিনাক ১২, আশরাফুল ৭০*, ইয়াসির ১১০, ইমরুল ১৭*; সাইফ উদ্দিন ৭-০-৫৯-০, সানজামুল ১২-১-৬১-১, সঞ্জিত ৮.৫-১-৫৩-০, মুশফিকুর ৩-০-১৭-০ আরিফুল ২-০-১৩-০, নাঈম ইসলাম ২-০-৭-০)

ফল: পূর্বাঞ্চল ৮ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ইয়াসির আলি