ফিটনেস টেস্ট পার করে নিউ জিল্যান্ড যাচ্ছেন ইশান্ত

নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও তাকে নিয়ে ছিল শঙ্কা। ফিটনেস পরীক্ষায় পাশ করে সে অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে নিউ জিল্যান্ড যাচ্ছেন চোট কাটিয়ে ফেরা ইশান্ত শর্মা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 02:59 PM
Updated : 16 Feb 2020, 02:59 PM

ডানহাতি এই পেসার আগামী রোববার ওয়েলিংটনের উদ্দেশে দেশ ছাড়বেন বলে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২০ জানুয়ারি রঞ্জি ট্রফির ম্যাচে ডান পায়ের গোঁড়ালির চোটে পড়েন ইশান্ত। তাকে ছয় সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল। ছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে। সেখানে গতকাল (শনিবার) নেওয়া হয় তার ফিটনেস টেস্ট।

নিজেকে ফিট বলে টুইট করেছেন ইশান্ত। তবে এখনও বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আগামী শুক্রবার শুরু হবে ভারত-নিউ জিল্যান্ডের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয়টি শুরু হবে ২৯ ফেব্রুয়ারি। প্রথম টেস্টের আগেই জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ জাদব ও নবদীপ সাইনিদের সঙ্গে যোগ দেবেন ইশান্ত।

২০১৩-১৪ মৌসুমে নিউ জিল্যান্ড সফরে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। দুই টেস্টে নিয়েছিলেন ১৫ উইকেট, দুইবার পাঁচ উইকেট করে। ভারতের অন্যতম সফল পেসার ইশান্ত এখন পর্যন্ত ৯৬ টেস্ট খেলে নিয়েছেন ২৯২ উইকেট।