ইয়াসিরের সুযোগ হাতছাড়া, সানজামুলের ৭ উইকেট

আগের দিনই পেয়েছিলেন সেঞ্চুরি। ইয়াসির আলি চৌধুরির সামনে সুযোগ ছিল সেটিকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার, পারেননি তিনি। ৭ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের লিড বড় হতে দেননি সানজামুল ইসলাম। তবে ব্যাটিং ব্যর্থতায় চাপে আছে তার দল উত্তরাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 01:22 PM
Updated : 16 Feb 2020, 01:29 PM

বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে কক্সবাজারে রোববার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ১৪৫ রান। দলটির লিড কেবল ৮৬ রানের, হাতে আছে ৫ উইকেট। ২৩ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিমের সঙ্গী মাহিদুল ইসলাম অঙ্কন খেলছেন ২২ রান নিয়ে।

ইয়াসিরের ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ হয়তো দিন শেষে কিছুটা কমেছে। ২৩ বছর বয়সী ব্যাটসম্যান প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশের টেস্ট দলে, জিম্বাবুয়ের বিপক্ষে।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ২৬১ রান নিয়ে দিন শুরু করে পূর্বাঞ্চল অলআউট হয় ৩৩১ রানে। ইয়াসির ব্যাটিং শুরু করেন ১৩৪ রান নিয়ে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩১৮ বলে ১৭ চার ও ২ ছক্কায় খেলেন ক্যারিয়ার সেরা ১৬৫ রানের ইনিংস। নাঈম হাসানের ব্যাট থেকে আসে ৩১ রান।

সানজামুল আগের দিনই নিয়েছিলেন পাঁচ উইকেট। বাঁহাতি স্পিনার এদিন ফেরান ইয়াসির ও নাঈমকে। ১১৫ রানে নেন ৭ উইকেট। ৩ উইকেট নেন অফ স্পিনার সঞ্জিত সাহা। চোট কাটিয়ে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন ১৩ ওভারে ছিলেন উইকেটশূন্য।

৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ১২ রানেই রনি তালুকদারকে হারায় উত্তরাঞ্চল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। জুনায়েদ সিদ্দিক, তানবীর হায়দার ও অধিনায়ক নাঈম ইসলাম থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। আরিফুল হক হন রান আউট।

শেষ দিনে মুশফিক ও মাহিদুলের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে উত্তরাঞ্চল।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৮২.৪ ওভারে ২৭২

পূর্বাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন ২৬১/৭) ১১৬.৩ ওভারে ৩৩১ (পিনাক ৩, আশরাফুল ০, সাকলাইন ৪, ইয়াসির ১৬৫, ইমরুল ৭৬, নাসির ৩, আফিফ ২৬, জাকির ১, নাঈম হাসান ৩১, রাহাতুল ৫*, হাসান মাহমুদ ০; সানজামুল ৫২-৭-১১৫-৭, সাইফউদ্দিন ১৩-২-৩৮-০, সঞ্জিত ৩১.৩-৮-৭৫-৩, নাঈম ইসলাম ৪-১-৮-০, তানবীর ৫-০-৩১-০, আরিফুল ১১-১-৪৮-০)

উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৬৭ ওভারে ১৪৫/৫ (রনি ৫, জুনায়েদ ৩৬, তানবীর ১৪, নাঈম ইসলাম ৩৫, মুশফিক ২৩*, আরিফুল ৯, মাহিদুল ২২*; হাসান মাহমুদ ১৪-৪-৩৯-১, নাঈম হাসান ২৮-৮-৫৮-২, সাকলাইন ১৮-৭-৩১-১, আফিফ ৩-১-৭-০, আশরাফুল ২-১-৬-০, রাহাতুল ২-০-৪-০)।