গোলাপি বলে খেলার অপেক্ষা বাড়ল ক্রিকেটারদের

বিসিএলের ফাইনাল গোলাপি বলে খেলার প্রস্তাবে সাড়া মেলেনি। ঘরোয়া ক্রিকেটে দিবা-রাত্রির ম্যাচ খেলার অপেক্ষা তাই বাড়ল ক্রিকেটারদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 01:19 PM
Updated : 16 Feb 2020, 01:19 PM

বিসিবি রোববার জানিয়েছে, ফাইনাল হবে পাঁচ দিনের ম্যাচ। আগামী শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট এখনও ঠিক হয়নি।

গত বছর ভারত সফরে কোনো প্রস্তুতি ছাড়াই দিবা-রাত্রির টেস্ট খেলে বাংলাদেশ। মুমিনুল হকের দল হারে ইনিংস ব্যবধানে। ম্যাচের পরতে পরতে স্পষ্ট হয়ে ওঠে অনভিজ্ঞতার ছাপ।

এমন পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে বিসিএল শুরুর আগে টুর্নামেন্ট কমিটির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের সভায় ফাইনাল দিবা-রাত্রির করার প্রস্তাব আসে।

এর আগে ২০১২-১৩ মৌসুমে বিসিএলের ফাইনাল হয়েছিল গোলাপি বলে। সেটিই বাংলাদেশে এখন পর্যন্ত একমাত্র দিবা-রাত্রির বড় দৈর্ঘ্যের ম্যাচ।