শান্তর ডাবল সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের ফাইনালের আশা

হিসেবে ভুল করার মাশুল দিচ্ছে দক্ষিণাঞ্চল। প্রতিপক্ষের বোনাস পয়েন্ট ঠেকাতে গিয়ে পড়েছে হারের শঙ্কায়। নাজমুল হোসেন শান্তর ডাবল সেঞ্চুরিতে ফাইনালের স্বপ্ন দেখছে মধ্যাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 12:49 PM
Updated : 16 Feb 2020, 01:33 PM

প্রথম ইনিংসে ১০০ ওভারের ভেতর ৫ উইকেটের জন্য পায় ০.৫ বোনাস পয়েন্ট, ১০ উইকেটের জন্য ১.৫। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ১১৪ রানে। তবে কোনো দল টানা দুই জয় পেলেও পাবে বোনাস এক পয়েন্ট। সেটাই পাওয়ার আশা জাগিয়েছে মধ্যাঞ্চল।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ৪ উইকেটে ১৫৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল। শামসুর রহমান খেলছেন ৪৪ রানে। এখনও ৩৪৮ রানে পিছিয়ে আছে তারা। ফাইনালে পৌঁছাতে মধ্যাঞ্চলের চাই ৬ উইকেট।

মধ্যাঞ্চলকে শক্ত ভিত পাইয়ে দিতে ব্যাট হাতে অবদান রাখেন টপ অর্ডার ব্যাটসম্যান শান্ত। আগের দিন ১৫৩ বলে সেঞ্চুরি করা এই বাঁহাতি ২৯১ বলে তুলে নেন ডাবল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার প্রথম দ্বিশতক।

 ৩১০ বলে ২৫ চার ও ৯ ছক্কায় ২৫৩ রানে অপরাজিত থাকেন শান্ত। প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হওয়া মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৩৮৫ রানে। দক্ষিণাঞ্চল লক্ষ্য পায় ৫০৭ রানের। দক্ষিণাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাসুম আহমেদ।

পাহাড়সম রান তাড়ায় শুরুতে হোঁচট খায় দলটি। হাল ধরেন এনামুল হক বিজয় ও ফজলে মাহমুদ। বেশিক্ষণ টিকেননি মাহমুদ। শামসুর রহমানকে নিয়ে জুটি গড়তে গিয়ে ব্যর্থ হন এনামুল। আউট হন ৮৩ রানে। পরাজয় এড়াতে লড়াই করছেন শামসুর।

সংক্ষিপ্ত স্কোর:

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৮২.২ ওভারে ২৩৫

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২৮.২ ওভারে ১১৪/৪ ইনিংস ঘোষণা

মধ্যাঞ্চল ২য় ইনিংস: ১০৭ ওভারে ৩৮৫/৮ ইনিংস ঘোষণা (আগের দিন ২০৯/৬) (শান্ত ২৫৩*, জাবিদ ৩৬, আরাফাত সানি ৫, মুস্তাফিজ ৩*; শফিউল ১৬-৩-৪৮-২, ফরহাদ ৮-১-২৫-০, মেহেদী ৩১-৫-১৩১-১, রাজ্জাক ২৭-৪-৯৩-১, নাসুম ২৫-১-৮৫-৪)।

দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ৫২ ওভারে ১৫৯/৪ (নাফিস ৫, এনামুল ৮৩, ফজলে মাহমুদ ২৫, শামসুর রহমান ৪৪*, ইরফান শুক্কুর ০, নাসুম ১*; ইরফান ৭-৩-১২-০, মুস্তাফিজ ৮-২-১৭-১, মিরাজ ১৯-৪-৫৫-২, আরাফাত সানি ১২-১-২১-০, শুভাগত ৬-০-২১-১)