ইংলিশদের ১০ উইকেটে জয়ের পথে দারুণ বোলিং উপহার করেন অভিষিক্ত পেসার জশ টং।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২২ ফেব্রুয়ারি হবে চলতি সফরের একমাত্র টেস্ট। শনিবার বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে। নিয়মিত অধিনায়ক উইলিয়ামসের অনুপস্থিতিতে দায়িত্ব পেয়েছেন আরভিন।
দেশের বাইরে বাংলাদেশেই সবচেয়ে বেশি খেলে জিম্বাবুয়ে। বাংলাদেশ তাদের ক্রিকেটারদের কাছে ‘দ্বিতীয় দেশ’। সবশেষ সফরে সিলেটে টেস্ট জিতে চমকে দিয়েছিল তারা। চেনা কন্ডিশনে এবারও চমক দিতে চান আরভিন।
“অনেক দলই বাংলাদেশে এসে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সংগ্রাম করে। তবে অন্য যে কোনো দলের চেয়ে আমরা এখানে বেশি খেলেছি। এই কন্ডিশন আমাদের পরিচিত। স্পিন একটা বড় ভূমিকা পালন করবে। এ নিয়ে আমাদের সতর্ক প্রস্তুতি নিতে হবে।”
“আমরা এখানে জিততে এসেছি। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা দারুণ একটা সিরিজ খেলেছি। লম্বা একটা বিরতির পর এটা আমাদের ভালো আত্মবিশ্বাস জুগিয়েছে।”