সিলেট টেস্টের পুনরাবৃত্তির লক্ষ্য নিয়ে ঢাকায় জিম্বাবুয়ে

সিলেট টেস্টের সাফল্যের পুনরাবৃত্তিতে চোখ রেখে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল। সফরকারীদের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেইলর জানালেন, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের লড়াই এবারের সফরে তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2020, 02:55 PM
Updated : 15 Feb 2020, 04:03 PM

দেশের বাইরে বাংলাদেশেই সবচেয়ে বেশি খেলে জিম্বাবুয়ে। বাংলাদেশ তাদের ক্রিকেটারদের কাছে ‘দ্বিতীয় দেশ।’ সবশেষ সফরে সিলেটে টেস্ট জিতে চমকে দিয়েছিল তারা। শনিবার বিকালে ঢাকায় এসে টেইলর জানালেন, এবার আরও বেশি প্রস্তুত হয়ে এসেছেন খেলতে।

“প্রথমত ভালো লাগছে, আরও একবার বাংলাদেশে আসতে পেরে। এখানটাকে আমরা আমাদের দ্বিতীয় দেশ বলে থাকি। আমরা এখানকার কন্ডিশন জানি। দেশে আমরা দুটো ভালো টেস্ট খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে। দুটোই পাঁচ দিনে গেছে। অনেক ইতিবাচক ব্যাপার ছিল সেখানে। আশা করছি এই টেস্টেও তেমনটা দেখা যাবে। আমরা পুরোপুরি তৈরি।”

কালেভদ্রে বাংলাদেশের বিপক্ষে জেতে জিম্বাবুয়ে। ২০১৮ সালের সিলেট টেস্টে দেশটি পেয়েছিল বিরল সাফল্য। সেটা মাথায় রেখে আরেকটি জয়ের স্বপ্ন সফরকারীদের চোখে।

“গত বছর সিলেটে টেস্ট জিতেছিলাম। টসটা খুব গুরুত্বপুর্ণ। কারণ শেষ ইনিংসে ব্যাট করা কঠিন হয়। আর বাংলাদেশের ব্যাপারে যেটা বলব পাকিস্তানের সঙ্গে হারার পর তারা দৃঢ়ভাবে ফিরে আসতে চাইবে।”

“যদিও সাকিবের মতো খেলোয়াড় নেই। তবে অন্য যারা আছে তারাও অনেক ভালো। আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাদের চ্যাম্পিয়ন হতে দেখলাম। কাজেই তাদের গভীরতা আছে। তারা বেশ ভালো দল। আমাদের সেরাটা দিয়ে লড়তে হবে।”

সিলেট টেস্টে স্পিনারদের জন্য ছিল প্রবল সুবিধা। এবার তেমন উইকেট থাকবে বলে মনে করেন না টেইলর।

“হয়ত ভালো টেস্ট উইকেট পাব। আগের সিরিজে আমরা আমাদের পেস বোলারদের ভালো করতে দেখেছি। তারপর মুশফিক ডাবল সেঞ্চুরি করল। এরপর স্পিনাররা ভূমিকা নিল। … আমরা প্রস্তুত হয়ে এসেছি।”

বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান, এতে বাড়তি সুবিধা দেখছেন না টেইলর। তবে সন্তান-সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নেই শন উইলিয়ামস। সিলেট টেস্টে জিম্বাবুয়ের জয়ের নায়ক ছিলেন তিনি। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে পেয়েছেন টেস্ট দলের নেতৃত্ব। তার অনুপস্থিতিতে দুই দলকে সমতায় দেখছেন টেইলর। 

“সাকিব না থাকায় ব্যাটিং অলরাউন্ডারের জায়গায় তাদের একটা ঘাটতি আছে। আবার অনেক অভিজ্ঞরাও আছে। তামিম ফিরেছে, মুশফিক আছে। হ্যাঁ, আমাদের জন্য ভালো সুযোগ।“

“আমরা জার্ভিসকে পাচ্ছি না। কিন্তু কিছু তরুণ নিয়ে এসেছি যারা সামর্থ্যের প্রমাণ দিতে তৈরি। উইলিয়ামসন আসলে আমাদের সাকিব। ব্যাটিং অলরাউন্ডার। রান করে, ভালো বাঁহাতি স্পিন বল করে। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলল। আমরা তাকে মিস করব। তবে আশার কথা ওয়ানডেতে সে ফিরবে।”

সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। ঢাকায় একমাত্র টেস্ট শুরু হবে ২২ ফেব্রুয়ারি।