ইয়াসিরের সেঞ্চুরি, সানজামুলের ৫ উইকেট

আগের দিন তিন রানে দুই ওপেনারকে হারানো পূর্বাঞ্চলকে অপরাজিত সেঞ্চুরিতে টানলেন ইয়াসির আলী চৌধুরী। পাঁচ উইকেট নিয়ে বিসিএলের ম্যাচে উত্তরাঞ্চলকে লড়াইয়ে রেখেছেন সানজামুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2020, 12:04 PM
Updated : 15 Feb 2020, 12:37 PM

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৬১ রান তুলেছে পূর্বাঞ্চল। ১৩৪ রানে অপরাজিত ইয়াসিরের সঙ্গী নাঈম হাসান খেলছেন ৬ রান নিয়ে। এখনও উত্তরাঞ্চলের চেয়ে ১১ রানে পিছিয়ে আছে তারা।
 
দিনের শুরুতে নাইটওয়াচম্যান সাকলাইন সজীবকে ফেরান সানজামুল। চতুর্থ উইকেটে অধিনায়ক ইমরুল কায়েসকে নিয়ে ১৩৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন ইয়াসির। ৭৬ রান করা ইমরুলকে ফিরিয়ে জুটি ভাঙেন সানজামুলই।
 
বেশিক্ষণ টিকতে পারেননি নাসির হোসেন। তিন রান করে বোল্ড হয়ে যান সানজামুলের বলে। পরে আফিফ হোসেনকে আউট করে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেটের দেখা পান বাঁহাতি এই স্পিনার।
 
এক প্রান্তে অবিচল ইয়াসির ১০ চার ও দুই ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন ২২২ বলে। দিন শেষে ২৭১ বলে ১৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত আছেন ১৩৪ রানে।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৮২.৪ ওভারে ২৭২
 
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৯৬ ওভারে ২৬১/৭ (পিনাক ৩, আশরাফুল ০, সাকলাইন ৪, ইয়াসির ১৩৪*, ইমরুল ৭৬, নাসির ৩, আফিফ ২৬, জাকির ১, নাঈম ৬*; সানজামুল ৪২-৪-৯২-৫, সাইফউদ্দিন ৯-২-১৮-০, সঞ্জিত ৩০-৮-৭১-২, নাঈম ইসলাম ৪-১-৮-০, তানবীর ৫-০-৩১-০, আরিফুল ৬-০-৩৩-০)।