তাওহিদ হৃদয়ের অনেক উঁচুতে যাওয়ার সম্ভাবনা দেখেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস।
সাইফ উদ্দিন সবশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত সেপ্টেম্বরে, বাংলাদেশের হয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। পিঠের চোটের জন্য জাতীয় দলের হয়ে ভারত ও পাকিস্তান সফরে যেতে পারেননি তিনি। খেলতে পারেননি বিপিএলেও।
ফাইল ছবি
পাকিস্তানে টেস্ট খেলে ফেরা সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তও খেলবেন মধ্যাঞ্চলের হয়ে। পাকিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ না পাওয়া অফ স্পিনার নাঈম হাসানকে স্কোয়াডে রেখেছে পূর্বাঞ্চল।
টেস্ট খেলে ফেরা বেশিরভাগ ক্রিকেটারই অবশ্য বিসিএলের তৃতীয় রাউন্ডে বিশ্রামে থাকছেন।