পাকিস্তান সফরে সাঙ্গাকারাদের ম্যাচ সেই লাহোরে

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত করার উদ্যোগের অংশ হিসেবে এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) দলের দেশটি সফরের ঘোষণা এসেছিল আগেই। এবার জানানো হলো সফরের সূচি। কুমার সাঙ্গাকারার নেতৃত্বাধীন দলটি চারটি ম্যাচই খেলবে লাহোরে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 03:18 PM
Updated : 11 Feb 2020, 03:44 PM

১০ বছর আগে এই লাহোরেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন সাঙ্গাকারা। সন্ত্রাসী হামলার শিকার শ্রীলঙ্কার টিম বাসে ছিলেন এই কিংবদন্তিও। ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে সেবার ফিরেছিলেন দেশে। ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি হতে যাওয়া সফরে এমসিসির ‌১২ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন তিনিই।
 
আগামী শুক্রবার গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএল দল লাহোর কালান্দার্সের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সাঙ্গাকারাদের সফর। পাকিস্তান শাহিন্সের বিপক্ষে রোববার খেলবে একমাত্র পঞ্চাশ ওভারের ম্যাচটি।
 
পরদিন ঘরোয়া টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন নর্দানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে এমসিসি। ১৯ ফেব্রুয়ারি পিএসএল চ্যাম্পিয়ন মুলতান সুলতানসের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে সফর। শেষ তিনটি ম্যাচ হবে আইতচিনসন কলেজে।
 
এমসিসি স্কোয়াড: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বারজেস, অলিভার হ্যানন-ড্যালবি, ফ্রেড ক্লাসেন, মাইকেল লিস্ক, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরিফ, রোয়েলোফ ফন ডার মারউই, রস হোয়াইটলি।