ক্রিকেটারদের সাহায্য করতে অস্ট্রেলিয়ার হাসি-সাইমন্ডস শরণ

আসন্ন চ্যালেঞ্জের জন্য প্রায়ই সাবেক ক্রিকেটারদের সাহায্য নেয় অস্ট্রেলিয়া। এর ধারাবাহিকতায় দেশটি এবার ডেকেছে মাইক হাসি ও অ্যান্ড্রু সাইমন্ডসকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাসি ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সাইমন্ডস থাকবেন অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 11:39 AM
Updated : 11 Feb 2020, 11:39 AM

বিভিন্ন সময়ে গ্রেটদের কোচিং দলে রেখেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড বিশ্বকাপের আগে কয়েক দফায় জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। বিশ্বকাপের সময় দলের সঙ্গেই ছিলেন তিনি।

বিশ্বকাপ শেষে অ্যাশেজ সিরিজে কোচিং স্টাফে ছিলেন আরেক সা্বেক অধিনায়ক স্টিভ ওয়াহ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া সীমিত ওভারের সিরিজে হাসির সহায়তা চেয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে যোগ দেবেন। সাবেক বাঁহাতি এই ব্যাটসম্যান আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন।

প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের পরামর্শে এমন উদ্যোগ নিচ্ছে অস্ট্রেলিয়া। ল্যাঙ্গার জানান, মার্চের শেষ দিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে থাকবেন সাবেক বিধ্বংসী অলরাউন্ডার সাইমন্ডস।

ল্যাঙ্গার মনে করেন, অস্ট্রেলিয়ান গ্রেটদের সান্নিধ্যে নিজেদের আরও শাণিত করতে পারবে জাতীয় দলের ক্রিকেটাররা।

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার সিরিজ।