এক মৌসুমে দুই ম্যাচে জোড়া সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হলেন এনামুল। চলতি মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে ঢাকার বিপক্ষে করেছিলেন নিজের প্রথম জোড়া সেঞ্চুরি। এবার বিসিএলে পূর্বাঞ্চলের বিপক্ষে দুই ইনিংসের সেঞ্চুরি করলেন।
কক্সবাজারে চলমান বিসিএলের দ্বিতীয় রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৫ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১২৯ রানের ইনিংস খেলেন এনামুল। আর শেষ দিনে সোমবার ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ১০৭ বলে সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১১১ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ইতিহাসে দুইবার জোড়া সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। তুষার ২০১৭-১৯ মৌসুমে বিসিএলের ম্যাচে দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথমবার করে ছিলেন জোড়া সেঞ্চুরি। পরের মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে আবার একই ম্যাচে করেন দুই সেঞ্চুরি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এনামুলের মোট সেঞ্চুরি হলো ২২টি। ৯৩ ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের নামের পাশে আছে ৬ হাজার ৮৯৪ রান।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের জোড়া সেঞ্চুরি:
রান | ব্যাটসম্যান | ম্যাচ | ভেন্যু | মৌসুম |
১৩৩ ও ১২১* | শাহরিয়ার হোসেন | বাংলাদেশ-এমসিসি | ঢাকা | ১৯৯৯-২০০০ |
২১০ ও ১১০ | মিনহাজুল আবেদীন | চট্টগ্রাম-ঢাকা | ময়মনসিংহ | ২০০১-০২ |
১১৯* ও ১১০* | শাহিন হোসেন | বরিশাল-চট্টগ্রাম | চট্টগ্রাম | ২০০১-০২ |
১০৬ ও ১৫১ | জাভেদ ওমর বেলিম | ঢাকা-বরিশাল | ধানমণ্ডি | ২০০৫-০৬ |
১০৯ ও ১০০ | মোহাম্মদ মিঠুন | খুলনা-সিলেট | চট্টগ্রাম | ২০১১-১২ |
১৯২ ও ১১৩* | তামিম ইকবাল | চট্টগ্রাম-ঢাকা মেট্রো | বগুড়া | ২০১২-১৩ |
১৬৬ ও ১২৭* | ইমরুল কায়েস | খুলনা-বরিশাল | বিকেএসপি-২ | ২০১৪-১৫ |
১০৭ ও ১১৫* | মার্শাল আইয়ুব | ঢাকা মেট্রো-খুলনা | মিরপুর | ২০১৫-১৬ |
১৬৮ ও ১৭৪* | শাহরিয়ার নাফীস | বরিশাল-চট্টগ্রাম | বগুড়া | ২০১৫-১৬ |
১০৪ ও ১০০* | তাসামুল হক | চট্টগ্রাম-রাজশাহী | চট্টগ্রাম | ২০১৬-১৭ |
১৩৭ ও ১৫০ | জুনায়েদ সিদ্দিক | উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল | রাজশাহী | ২০১৭-১৮ |
১৩০ ও ১০৩* | তুষার ইমরান | দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল | সিলেট | ২০১৭-১৮ |
১০৪ ও ১৫৯ | তুষার ইমরান | খুলনা বিভাগ- রাজশাহী বিভাগ | রাজশাহী | ২০১৮-১৯ |
১২৬ ও ১৫১* | এনামুল হক | খুলনা বিভাগ-ঢাকা বিভাগ | কক্সবাজার | ২০১৯-২০ |
১০৯* ও ১২৯ | এনামুল হক | দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল | কক্সবাজার | ২০১৯-২০ |