আফিফের সেঞ্চুরি, এনামুলের জোড়া সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2020 04:13 PM BdST Updated: 10 Feb 2020 04:13 PM BdST
-
এনামুল হক (ফাইল ছবি)
আগের দিনের সম্ভাবনাময় ইনিংসটিকে শেষ দিনে তিন অঙ্কে নিয়ে গেলেন আফিফ হোসেন। তবে দিনের সব আলো কেড়ে নিলেন এনামুল হক। এবারের বিসিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ম্যাচে করলেন জোড়া সেঞ্চুরি।তার পাশাপাশি শাহরিয়ার নাফিসের ফিফটিতে আসরে প্রথম জয় পেয়েছে দক্ষিণাঞ্চল।
কক্সবাজারে সোমবার বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ১০ উইকেটে জিতেছে দলটি। পূর্বাঞ্চলের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য দক্ষিণাঞ্চল পেরিয়ে যায় এনামুল ও শাহরিয়ারের অবিচ্ছিন্ন ১৮৭ রানের উদ্বোধনী জুটিতে।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩২৩ রান নিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে চতুর্থ ও শেষ দিন শুরু করে পূর্বাঞ্চল। বাকি ৫ উইকেটে তারা যোগ করতে পারে মাত্র ৩৭ রান।
৯৩ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিলেন আফিফ। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৭৫ বলে ১৪ চার ও একটি ছক্কায় করেন ১১৫ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহেদি হাসান দ্বিতীয় ইনিংসে নেন ৪টি। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক নেন ৩ উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় এনামুলের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণাঞ্চল জিতে যায় চা-বিরতির আগেই। ১১১ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৯ রানে অপরাজিত ছিলেন ডানহাতি ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ২২তম সেঞ্চুরি। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১২৯।
বাঁহাতি শাহরিয়ার ১২০ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৬৮।
নিজের একমাত্র ইনিংসে সেঞ্চুরি ও ম্যাচে ৯ উইকেটের জন্য ম্যাচ সেরা হন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি।
প্রথম রাউন্ডে উত্তরাঞ্চলের সঙ্গে ড্র করেছিল দক্ষিণাঞ্চল। আর পূর্বাঞ্চল ইনিংস ব্যবধানে হারিয়েছিল মধ্যাঞ্চলকে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪৮২
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৩০৬
পূর্বাঞ্চল ২য় ইনিংস: (ফলোঅন) ৯৫.২ ওভারে ৩৬০ (পিনাক ১২১, আশরাফুল ২৮, ইয়াসির ৩, ইমরুল ১৬, নাসির ২২, আফিফ ১১৫, জাকির ৩১, সাকলাইন ১১, হাসান ০, রেজাউর ১, নোমান ০*; রবিউল ৩-০-১৩-০, মেহেদি ৩৩-৮-৮৮-৪, রাজ্জাক ২৮.২-৪-১৩১-৩, ফরহাদ ১০-১-৭০-০, কামরুল ৭-০-২৭-১, আল আমিন ২-০-৮-০, শামসুর ৩-০-১১-০)।
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্য ১৮৫) ১৮৭/০ (শাহরিয়ার ৬৮*, এনামুল ১০৯*; হাসান ৫-০-২৬-০, রেজাউর ৪-০-৩৩-০, সাকলাইন ১৬-১-৬৬-০, আশরাফুল ৫-০-২৭-০, আফিফ ৭-০-২২-০, ইমরুল ০.৫-০-১০-০)
ফল: দক্ষিণাঞ্চল ১০ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মেহেদি হাসান
-
রজত পাতিদারের বিধ্বংসী সেঞ্চুরি
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
-
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ
-
সাকিব-ইবাদতের ছোবল সামলে এগিয়ে শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত