ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্ট ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ দিন সকালে দেড় ঘণ্টারও কম সময় টিকেছে সফরকারীদের দ্বিতীয় ইনিংস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 05:05 AM
Updated : 10 Feb 2020, 06:35 AM

আরেকটি ইনিংস ব্যবধানে হার

দেশের বাইরে টানা টেস্টে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। আবু জায়েদ চৌধুরীকে বিদায় করে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ১৬৮ রানে গুটিয়ে দিয়েছেন ইয়াসির শাহ।

স্লগ করে ইয়াসিরকে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন আবু জায়েদ। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় আসাদ শফিকের হাতে।

ইনিংস ও ৪৪ রানে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। আগামী এপ্রিলে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩

পাকিস্তান ১ম ইনিংস: ১২২.৫ ওভারে ৪৪৫ (মাসুদ ১০০, আবিদ ০, আজহার ৩৪, বাবর ১৪৩, শফিক ৬৫, হারিস ৭৫, রিজওয়ান ১০, ইয়াসির ৫, আফ্রিদি ৩, আব্বাস ১* নাসিম ২; ইবাদত ২৫ -৬-৯৭-১, আবু জায়েদ ২৯-৪-৮৬-৩, রুবেল ২৫.৫-৩-১১৩-৩, তাইজুল ৪১-৬-১৩৯-২, মাহমুদউল্লাহ ২-০-৬-০)

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১২৬/৬) ৬২.২ ওভারে ১৬৮ (মুমিনুল ৪১, লিটন ২৯, রুবেল ৫, আবু জায়েদ ৩, ইবাদত ০*; আফ্রিদি ১৬-৬-৩৯-১, আব্বাস ১৭.৪-৬-৩৩-১, নাসিম ৮.২-২-২৬-৪, ইয়াসির ১৭.২-৩-৫৮-৪, শফিক ৩-০-১২-০)

ফল: পাকিস্তান ইনিংস ও ৪৪ রানে জয়ী

রিভিউ নিয়ে লিটনকে ফেরাল পাকিস্তান
 
পাকিস্তানকে জয়ের আরও কাছে নিয়ে গেছেন ইয়াসির শাহ। এলবিডব্লিউ করে বিদায় করেছেন লিটন দাসকে।
 
স্টাম্পের বল সুইপ করতে চেয়েছিলেন লিটন। ব্যাটে খেলতে পারেননি। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন আজহার আলি। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল আঘাত হানতো লেগ স্টাম্পে।
 
৫৯ বলে চারটি চার ও এক ছক্কায় ২৯ রান করেন লিটন। ৬১ ওভারে বাংলাদেশের স্কোর ১৬৫/৯। ক্রিজে আবু জায়েদ চৌধুরীর সঙ্গী ইবাদত হোসেন।

এলবিডব্লিউ হয়ে ফিরলেন রুবেল
 
বেশিক্ষণ টিকলেন না রুবেল হোসেন। মোহাম্মদ আব্বাসের ভেতরে ঢোকা বলে ফিরে গেলেন এলবিডব্লিউ হয়ে।
 
২৬ বলে ৫ রান করেন রুবেল। ভাঙে ২৬ রানের জুটি। চতুর্থ দিন সকালে প্রথম ঘণ্টায় বাংলাদেশ হারাল দুই উইকেট।
 
৫৭.৫ ওভারে বাংলাদেশের স্কোর ১৫৬/৮। ২১ রানে ব্যাট করছেন লিটন। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে আরও ৫৬ রান চাই সফরকারীদের।

রিভিউ নিয়ে বাঁচলেন রুবেল
 
রিভিউ নিয়ে টিকে গেলেন রুবেল হোসেন। মোহাম্মদ আব্বাসের বল ব্যাটের কানা নিলেও এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন ব্যাটসম্যান। বলে ব্যাট স্পর্শের প্রমাণ মেলায় পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত।
 
৫০ ওভারে বাংলাদেশের স্কোর ১৩৭/৭। ইনিংস পরাজয় এড়াতে আরও ৭৫ রান চাই তাদের। লিটন দাস খেলছেন ৭ রানে, এখনও রানের খাতা খোলেননি রুবেল।

শুরুতেই ফিরলেন মুমিনুল

দিনের প্রথম ওভারেই বাংলাদেশ হারাল অধিনায়ককে। এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন মুমিনুল হক।

স্টাম্পে থাকা শাহিন শাহ আফ্রিদির বল ফ্লিক করতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। জোরালো আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার এলবিডব্লিউ দিলে রিভিউ নেন মুমিনুল। বলে ব্যাট স্পর্শ করেছে কি না নিশ্চিত হতে পারেননি তৃতীয় আম্পায়ার। টিকে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত।

৯৩ বলে পাঁচ চারে ৪১ রান করে করেন মুমিনুল। ৪৬ ওভারে বাংলাদেশের স্কোর ১৩০/৭। ক্রিজে লিটন দাসের সঙ্গী রুবেল হোসেন।

বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

শেষ বেলায় ২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে বিপদে পড়েছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে এখনও ৮৬ রান চাই মুমিনুল হকের দলের। জিততে পাকিস্তানের চাই শেষ ৪ উইকেট।

বাংলাদেশের আশা হয়ে এখনও টিকে আছেন অধিনায়ক মুমিনুল। ক্রিজে তার সঙ্গী লিটন দাস। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের এটাই শেষ জুটি।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩

পাকিস্তান ১ম ইনিংস: ১২২.৫ ওভারে ৪৪৫ (মাসুদ ১০০, আবিদ ০, আজহার ৩৪, বাবর ১৪৩, শফিক ৬৫, হারিস ৭৫, রিজওয়ান ১০, ইয়াসির ৫, আফ্রিদি ৩, আব্বাস ১* নাসিম ২; ইবাদত ২৫ -৬-৯৭-১, আবু জায়েদ ২৯-৪-৮৬-৩, রুবেল ২৫.৫-৩-১১৩-৩, তাইজুল ৪১-৬-১৩৯-২, মাহমুদউল্লাহ ২-০-৬-০)

বাংলাদেশ ২য় ইনিংস: ৪৫ ওভারে ১২৬/৬ (তামিম ৩৪, সাইফ ১৬, শান্ত ৩৮, মুমিনুল ৩৭*, তাইজুল ০, মাহমুদউল্লাহ ০, মিঠুন ০, লিটন ০*; আফ্রিদি ১১-২-৩৫-০, আব্বাস ১১.৪-৫-২০-০, নাসিম ৮.২-২-২৬-৪, ইয়াসির ১১-২-৩৩-২, আসাদ ৩-০-১২-০)