বর্তমান-সাবেকদের অভিনন্দনে সিক্ত আকবররা

ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বাংলাদেশ যুব দল ভাসছে অভিনন্দনের জোয়ারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2020, 06:54 PM
Updated : 9 Feb 2020, 07:11 PM

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রোববার ফাইনালে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৩ উইকেটে জেতে বাংলাদেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিম, তামিম ইকবালদের পাশাপাশি আকবর আলির দলকে অভিনন্দন জানিয়েছেন টম মুডি, ইয়ান বিশপ, ইরফান পাঠান, মোহাম্মাদ কাইফসহ আরও অনেক বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

বাংলাদেশ জাতীয় দলের কিপার-ব্যাটসম্যান মুশফিক তার টুইটার পোস্টে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ…খুব গর্ব বোধ করছি। আমাদের অধিনায়ক আকবর আলী ও তার দলকে অনেক অভিনন্দন।”

জাতীয় দলের ওপেনার তামিম টুইটারে লিখেছেন, “২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হৃদয়ের গভির থেকে জানাই অভিনন্দন। তোমরা পুরো দেশকে গর্বিত করেছ।”

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি তার টুইট বার্তায় বলেন, “জয়টা বাংলাদেশেরই প্রাপ্য।”

শিরোপা লড়াইয়ে বাংলাদেশই জয়ের যোগ্য ছিল বলে মনে করেন ভারতের ক্রিকেট পন্ডিত হার্শা ভোগলেও।

“বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বিশাল বড় একটা মুহূর্ত। আজকের ম্যাচের হিসেবে, এই জয় তাদের প্রাপ্য।”

পাকিস্তানের ক্রিকেট উপস্থাপক ও দেশটির নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মির টুইট করেন, “বাংলাদেশ ক্রিকেট বিশ্বকে কঠিন একটা বার্তা দিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন, বাংলাদেশ।”