বিশ্ব জয়ের উচ্ছ্বাসে ভাসছেন পারভেজ-রকিবুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2020 12:14 AM BdST Updated: 10 Feb 2020 01:12 AM BdST
-
ছবিঃ আইসিসি
স্বপ্ন ছিল ইতিহাস গড়ার। দেশ ছাড়ার আগে ও বিশ্বকাপ চলাকালে দলের অনেকে শোনান বিশ্ব জয়ের প্রত্যয়ের কথা। অবশেষে ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে কথা রাখলেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে উল্লাসে ভাসছেন দলের সবাই।
রোববার পচেফস্ট্রুমে রুদ্ধশ্বাস ম্যাচ ৩ উইকেটে জিতেছে আকবর আলীর দল।
১৭৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন। চোটের সঙ্গে লড়াই করে খেলেন ৪৭ রানের ইনিংস।
দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ উৎফুল্ল পারভেজ। ম্যাচ শেষে জানান, সর্বোচ্চ চেষ্টা ছিল তার।
“অনুভূতি অনেক ভালো। এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমি অনেক ভালো অনুভব করছি। ফাইনাল ম্যাচ, চাপ ছিল অনেক। আমি দলের সাফল্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। শারীরিকভাবেও আমি ভালো অনুভব করছি।"
অধিনায়ক আকবর আলীকে দারুণ সঙ্গ দিয়ে দলের জয়ে অবদান রাখেন রকিবুল হাসান। খেলেন ২৫ বলে ৯ রানের ধৈর্যশীল ইনিংস। প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়ে ভীষণ খুশি তিনিও।
“অনেক ভালো অভিজ্ঞতা ছিল। আমরা এখানে এসেছিলাম খুব ভালো পরিকল্পনা নিয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছি। আমরা অনেক অনেক খুশি।"
“ম্যাচের দিন যে দল নিজেদের খেলাটা খেলতে পারবে এবং মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে, তারাই জিতবে। আমরাও সেটা করেছি।"
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা