সমর্থকদের প্রতি বিশ্বজয়ী আকবরের কৃতজ্ঞতা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2020 11:43 PM BdST Updated: 10 Feb 2020 01:10 AM BdST
-
ছবি: আইসিসি
উইকেট পড়লে তো কথাই নেই, ভালো একটা ফিল্ডিংয়েও শোনা যাচ্ছিল হাততালি। ব্যাটিংয়ের সময় চার-ছক্কায় শোনা যাচ্ছিল বাংলাদেশ, বাংলাদেশ গর্জন। শেষের দিকে তো বল ডিফেন্স করলেও চিৎকার করে যাচ্ছিলেন সমর্থকরা। শিরোপা জেতার পর তাদের কথা মনে রেখেছেন আকবর আলী। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তাদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।
ম্যাচের বিভিন্ন পর্যায়ে ভারতীয় ফিল্ডারদের আচরণ দেখেও বোঝা গেছে, ম্যাচের সঙ্গে কতটা সম্পৃক্ত ছিলেন বাংলাদেশের সমর্থকরা। নবম ওভারে তানজিদ হাসানের ক্যাচ মুঠোয় জমিয়ে অগ্নি দৃষ্টিতে গ্যালারির দিকে তাকিয়েছিলেন কার্তিক তিয়াগি।
The Bangladesh fans are enjoying this #U19CWC | #INDvBAN | #FutureStars pic.twitter.com/2GwTI5KZCM
— Cricket World Cup (@cricketworldcup) February 9, 2020
আকবর ও পারভেজ হোসেনের জুটিতে দূর হয় তাদের উৎকণ্ঠা। দুই দলের সমর্থকদেরই শুরু থেকে ছিল সরব উপস্থিতি। পতাকা নিয়ে গ্যালারিতে মিছিল, শ্লোগান দেখা গেছে দিন জুড়েই।
দক্ষিণ আফ্রিকায় সবশেষ সফরে সিনিয়রদের দল হেরেছে সব ম্যাচ। সেখানে এবার যুবারা সমর্থকদের এনে দিলেন উৎসবে মেতে উঠার উপলক্ষ্।
শিরোপা জয়ী অধিনায়ক হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আকবর জানালেন নিজের প্রতিক্রিয়া। উপস্থাপক ইয়ান বিশপের অনুমতি নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বাংলায় জানান কৃতজ্ঞতা।
“এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আজকে ছিলেন আমাদের দ্বাদশ খেলোয়াড়।”
সর্বাধিক পঠিত
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি