কাপালীকে টপকে রেকর্ড বইয়ে নাসিম
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2020 08:13 PM BdST Updated: 09 Feb 2020 08:49 PM BdST
-
ছবি: পাকিস্তান ক্রিকেট
বাংলাদেশি লেগ স্পিনার অলক কাপালীকে টপকে টেস্টে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ।
বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে রোববার এই কীর্তি গড়েন ১৬ বছর ৩৫৯ দিন বয়সী নাসিম। টানা তিন বলে আউট করেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদকে।
২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে ১৯ বছর বয়সে হ্যাটট্রিক করেছিলেন কাপালী।
চতুর্থ পাকিস্তানি বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নাসিম। এর আগে দুইবার এই কীর্তি গড়েন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম, একবার করে করেন আব্দুল রাজ্জাক ও মোহাম্মাদ সামি।
দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে শান্তর জুটিতে দিন শেষ করার অপেক্ষায় ছিল বাংলাদেশ। তখন আসে নাসিমের আঘাত।
৪১তম ওভারের চতুর্থ বলে পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন শান্ত। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় পাকিস্তান। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, অফ স্টাম্পের বাইরে পড়ে বল আঘাত হানতো লেগ স্টাম্পে। পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। ৮৭ বলে ৩৮ রান করে ফিরে যান বাঁহাতি ব্যাটসম্যান।
পরের বলে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে যান নাইটওয়াচম্যান তাইজুল। ওভারের শেষ বলে অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মাহমুদউল্লাহ। সতীর্থদের সাথে উল্লাসে মাতেন নাসিম।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১২৬। ইনিংস হার এড়াতে সফরকারীদের করতে হবে আরও ৮৬ রান।
-
ম্যাথিউস ১৯৯, শ্রীলঙ্কা ৩৯৭
-
বাংলাদেশের ভালো শুরু
-
ভারতের টি-টোয়েন্টি লিগে সালমা ও শারমিন
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- বাংলাদেশের ভালো শুরু
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়