রোমাঞ্চকর শেষের অপেক্ষায় সিলেট

দারুণ এক সেঞ্চুরি করলেন শুভাগত হোম। অধিনায়কের ইনিংসে ভর করে উত্তরাঞ্চলকে বড় লক্ষ্য দিল মধ্যাঞ্চল। পরে শহিদুল ইসলামের বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখছে প্রথম রাউন্ডে ইনিংস ব্যবধানে হারা দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2020, 01:31 PM
Updated : 9 Feb 2020, 01:31 PM

বিসিএলের দ্বিতীয় রাউন্ডের খেলায় তৃতীয় দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ১৫৬/৫। তানবীর হায়দার খেলছেন ৫৪ রানে। ৩৩০ রানের লক্ষ্য ছুঁতে দলটির এখনও প্রয়োজন ১৭৪ রান। মধ্যাঞ্চলের চাই ৫ উইকেট।

২২ গজে সতীর্থদের যাওয়া আসার মাঝে এক প্রান্ত আগলে রাখেন শুভাগত। ৪২ বলের সাবধানী ইনিংসে তাকে কিছুটা সঙ্গ দেন আরাফাত সানি। ১৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শুভাগত। ডানহাতি এই ব্যাটসম্যানের ১৬১ বলে করা ১২২ রানের ইনিংসটি ১৩ চার ও ২ ছক্কায় সাজানো। তাকে ফিরিয়ে মধ্যাঞ্চলের ইনিংস গুটিয়ে দেন সালাউদ্দিন সাকিল।

আগের দিন এক উইকেট নেওয়া সাকিল তৃতীয় দিন নিয়েছেন আরও তিনটি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তৃতীয়বার নিলেন চার উইকেট। সুমন খান নিয়েছেন তিন উইকেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বড় রান তাড়ায় শুরুতে হোঁচট খেলেও তানবীর ও অধিনায়ক নাঈম ইসলামের ব্যাটে সামলে নেয় উত্তরাঞ্চল। ১৯ রানে দুই উইকেট হারানো দলকে ৬৪ রানের জুটিতে পথে রাখেন তারা।

নাঈম ফিরলে তানবীরের সঙ্গে দলের হাল ধরেন মুশফিক। তবে ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৩৮ রান করা মুশফিককে ফিরিয়ে ৫৮ রানের জুটি ভাঙেন শহিদুল। নিজের পরের ওভারে আরিফুল হককেও ফেরান ডানহাতি এই পেসার। তিন উইকেট নিয়েছেন তিনি।

ব্যাট হাতে উত্তরাঞ্চলের একপ্রান্ত ধরে রেখেছেন তানবীর। ১১৯ বলে ৬ চারে ৫৪ রানে অপরাজিত আছেন ডানহাতি ব্যাটসম্যান।

সংক্ষিপ্ত স্কোরঃ

মধ্যাঞ্চল ১ম ইনিংসঃ ৪৮.৫ ওভারে ১৭০

উত্তরাঞ্চল ১ম ইনিংসঃ ৬৩.৪ ওভারে ১৬৬

মধ্যাঞ্চল ২য় ইনিংসঃ ৮৯.১ ওভারে ৩২৫ (আগের দিন ১৮৭/৫) (শুভাগত ১২২, জাকের ২২, শহিদুল ১, আরাফাত সানি ১৩, মুকিদুল ০, মুস্তাফিজ ০*; তাসকিন ২৪-২-৮১-২, সাকিল ১৮.১-০-৭৭-৪, সুমন ১৮-৫-৪৩-৩, এনামুল জুনিয়র ১১-০-৫৯-০, আরিফুল ১৪-১-৪০-১, তাইবুর ৪-১-১৮-০)

উত্তরাঞ্চল ২য় ইনিংসঃ ৫০ ওভারে ১৫৬/৫ (রনি ১০, জুবায়েদ ৯, তানবীর ৫৪*, নাঈম ২৯, মুশফিক ৩৮, আরিফুল ৩, মাহিদুল ৫* ; মুকিদুল ৭-০-২৪-১, শহিদুল ১২-১-৪৮-৩, মুস্তাফিজ ১৩-২-২৫-০, আরাফাত সানি ১১-৩-২৮-০, শুভাগত ৭-০-২৩-১)