আবু জায়েদকে আইসিসির তিরস্কার

রাওয়ালপিন্ডি টেস্টে এখন অবধি বাংলাদেশের সফল বোলার তিনি। নিয়েছেন গুরুত্বপূর্ণ তিন উইকেট। তবে আগ্রাসী উদযাপন করায় আবু জায়েদ চৌধুরিকে তিরস্কার করেছে আইসিসি। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন বাংলাদেশি এই পেসার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2020, 11:07 AM
Updated : 9 Feb 2020, 11:07 AM

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তানের প্রথম ইনিংসের ২৩তম ওভারে ঘটনাটি ঘটে। স্বাগতিক অধিনায়ক আজহার আলিকে আউট করে আগ্রাসী উদযাপন করেন ব্যাটসম্যানদের খুব নিকটে গিয়ে। আইসিসির মতে যা ‘অনুপযুক্ত’।

দিন শেষে আম্পায়াররা অভিযোগ আনেন আবু জায়েদের বিরুদ্ধে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে আবু জায়েদ অপরাধ স্বীকার করায় প্রয়োজন হয়নি আনুষ্ঠানিক শুনানির।

কদিন আগে ঠিক এমনই এক কারণে শাস্তি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। পোর্ট এলিজাবেথ টেস্টে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে বোল্ড করার পর ব্যাটসম্যানের কাছে গিয়ে উদযাপন করায় তিনি ডিমেরিট পয়েন্ট পান।