এবার নিউ জিল্যান্ডকে জরিমানা

সিরিজের প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে জরিমানা গুনেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে একই কারণে শাস্তি পেয়েছে নিউ জিল্যান্ড। ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা দিতে হবে দলটির খেলোয়াড়দের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2020, 02:47 PM
Updated : 8 Feb 2020, 02:47 PM

অকল্যান্ডের ইডেন পার্কে শনিবারের ম্যাচে নির্ধারিত সময়ে তিন ওভার কম করে নিউ জিল্যান্ড।

আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বল করার জন্য ওই দলের ক্রিকেটারদের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।

এই ম্যাচের কিউই অধিনায়ক টম ল্যাথাম দোষ স্বীকার করে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দ্বিতীয় ওয়ানডে ২২ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।

প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ে চার ওভার কম করায় ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা গুনতে হয়েছিল বিরাট কোহলি, লোকেশ রাহুলদের।