সবচেয়ে কম বয়সে পঞ্চাশ ছুঁয়ে ইতিহাসে মাল্লা

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড গড়েছেন নেপালের মিডল অর্ডার ব্যাটসম্যান কুসল মাল্লা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2020, 02:37 PM
Updated : 8 Feb 2020, 03:10 PM

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট লিগের ২৭তম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শনিবার এই কীর্তি গড়েন মাল্লা। নিজেদের মাঠে ১৫ বছর ৩৪০ দিন বয়সে অভিষেক ওয়ানডেতে ৫০ রান করেন তিনি। ভাঙেন তারই স্বদেশি রোহিত পাউদেলের রেকর্ড।
 
গত বছরের জানুয়ারিতে দুবাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৬ বছর ১৪৬ দিন বয়সে ফিফটি করেছিলেন পাউদেল।
 
এর আগে দীর্ঘ দিন রেকর্ডটি ছিল পাকিস্তানের শহিদ আফ্রিদির দখলে। ৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে কম বয়সে আফ্রিদির সেঞ্চুরির রেকর্ডটি অবশ্য টিকে আছে এখনও।
 
টেস্টে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড শচিন টেন্ডুলকারের। ১৯৮৯ সালের নভেম্বরে ফয়সলাবাদ টেস্টে ১৬ বছর ২১৩ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে ৫৯ রান করেছিলেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি।
 
টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড নেপালের সুন্দিপ জরার। গত বছরের জানুয়ারিতে ১৭ বছর ১০৩ দিন বয়সে দুবাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৫৩ রান।
 
কাঠমান্ডুতে মাল্লার রেকর্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩৫ রানে হারায় নেপাল।