ক্যাচ বুঝতে পারল না বাংলাদেশ!
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2020 04:03 PM BdST Updated: 08 Feb 2020 04:03 PM BdST
-
ছবি: পাকিস্তান ক্রিকেট
রাওয়ালপিন্ডি টেস্টে রান আটকাতে ও উইকেটের জন্য এমনিতেই যুদ্ধ করতে হচ্ছে বাংলাদেশের বোলারদের। এর মধ্যে উইকেট তুলে নেওয়ার উপলক্ষ্য পেয়েও তা হাতছাড়া করার হতাশায় পুড়ল দল। শান মাসুদের ব্যাট ছুঁয়ে বল লিটন দাসের গ্লাভসে জমা পড়লেও কিপারসহ দলের কেউই বুঝতে পারলেন না!
উইকেট নিতে হলে ধারাবাহিকভাবে ভালো বোলিং করতে হবে এবং বল বাইরের কানা নিলে আবেদন করতে হবে, বলছিলেন ধারাভাষ্যকার রজিম রাজা। ড্যানি মরিসনের তো বিশ্বাসই হচ্ছিল না, ক্যাচ নেওয়ার পরও কিপার লিটন কিংবা বাংলাদেশের আর কেউ আবেদন করেনি। আবেদন করার পরিবর্তে একটুর জন্য বল ব্যাটের কানা নেয়নি ভেবে যে আক্ষেপে ব্যস্ত ছিল ফিল্ডাররা!
সফরকারীদের এই ব্যর্থতায় রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন ‘জীবন’ পেলেন মাসুদ। রুবেল হোসেনের বলে কট বিহাইন্ড হয়েও বেঁচে গেলেন।
ঘটনা ৪৫তম ওভারের। স্টাম্পের বেশ বাইরের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন মাসুদ। ঠিক মতো খেলতে পারেননি। বাংলাদেশ দল ভেবেছিল বল ব্যাটের কানা নেয়নি। কিপার লিটন, বোলার রুবেল আর আশেপাশের ফিল্ডারদের ছিল মাথায় হাত। কেউ ধরতে পারেনি, বল স্পর্শ করেছে ব্যাট।
পরে স্নিকোতে দেখা যায়, ব্যাটের কানা ছুঁয়েই বল জমা পড়ে লিটনের গ্লাভসে। সে সময় ৮৬ রানে ছিলেন মাসুদ। পরে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
অবশ্য সেঞ্চুরির পর আর টিকেননি বাঁহাতি ওপেনার। এরপর যোগ করতে পারেননি আর কোনো রান। ১৬০ বলে ১১ চারে ১০০ রান করে ফিরে যান তাইজুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে।
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ডলারের তেজ খানিকটা কমল
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’