পাকিস্তানকে উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে কম রানে থামিয়ে আসল কাজটা করলেন বোলাররা। বাকিটা অনায়াসে সারলেন দুই ওপেনার। দারুণ এক সেঞ্চুরিতে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে যুব বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেলেন যাশাসবি জয়সওয়াল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 02:31 PM
Updated : 4 Feb 2020, 02:32 PM

পচেফস্ট্রুমে মঙ্গলবার একপেশে প্রথম সেমি-ফাইনালে ১০ উইকেটে জিতেছে ভারত। ১৭৩ রানের লক্ষ্য পেরিয়ে গেছে ৮৮ বল বাকি থাকতে। যুব বিশ্বকাপের নকআউট পর্বে এই প্রথম কোনো দল জিতল ১০ উইকেটে।

গত আসরের চ্যাম্পিয়ন ভারত এ নিয়ে সপ্তমবার উঠল যুব বিশ্বকাপের ফাইনালে। টুর্নামেন্টের সফলতম দলটি পঞ্চম শিরোপার লক্ষ্যে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ কিংবা নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি পাকিস্তান। দ্রুত হারায় দুই উইকেট। সাবধানী ব্যাটিংয়ে দলকে টানেন হায়দার আলি ও রোহাইল নাজির। তুলে নেন ফিফটি। তবে সেভাবে কখনও গতি পায়নি দলটির ইনিংস।

৭৭ বলে ৯ চারে ৫৬ রান করে ফিরেন হায়দার। অধিনায়ক নাজির ৬ চারে করেন ৬২। এই দুই জনের বাইরে দুই অঙ্কে যান কেবল মোহাম্মদ হারিস।

২৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার সুশান্ত মিশ্র। দুটি করে উইকেট নেন রবি বিষ্ণুই ও কার্তিক তিয়াগি।

ছোট পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি পাকিস্তান। ভাঙতে পারেনি ভারতের শুরুর জুটিই। সাবধানী শুরুর পর ধীরে ধীরে রানের গতি বাড়ান জয়সওয়াল। সতর্ক ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিয়ে যান দিব্যানশ সাক্সেনা। ৯৯ বলে ছয় চারে অপরাজিত থাকেন ৫৯ রানে।

১৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে অগ্রণী ছিলেন জয়সওয়াল। ছক্কায় ম্যাচ শেষ করার সঙ্গে তুলে নেন সেঞ্চুরি। ১১৩ বলে আট চার ও চার ছক্কায় করেন ১০৫ রান।  

বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪৩.১ ওভারে ১৭২ (হায়দার ৫৬, হুরাইরা ৪, মুনির ০, নাজির ৬২, আকরাম ৯, হারিস ২১, ইরফান ৩, আফ্রিদি ২, তাহির ২, আমির আলি ১, আমির খান ০*; সুশান্ত ৩/২৮, কার্তিক ২/৩২, বিষ্ণুই ২/৪৬, জয়সওয়াল ‌১/১১ আনকোলেকার ১/২৯) 

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৩৫.২ ওভারে ১৭৬/০ (জয়সওয়াল ১০৫*, সাক্সেনা ৫৯*; মুনির ০/১২, তাহির ০/১৭, আমির খান ০/২০)

ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ১০ উইকেটে জয়ী